ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাট্যকর্মী আরজু রহমান স্মরণসভা আজ

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ জুন ২০১৫

নাট্যকর্মী আরজু রহমান স্মরণসভা  আজ

‍সংস্কৃতি ডেস্ক ॥ সুবচন নাট্য সংসদের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক অনুষ্ঠান সম্পাদক এএসএম আরজু রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিশেষ সংগঠনের পক্ষ থেকে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরজু রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, তার কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন ও রবীন্দ্রনাথের গান নিয়ে সাজানো হয়েছে স্মরণানুষ্ঠান। এ উপলক্ষে আজ ভোরে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়াপাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর মহড়াকক্ষে আয়োজন করা হয়েছে ‘হৃদয়ের কানায় কানায় কান্না শোক-ষোলআনা’ শিরোনামের স্মরণসভায় আরজু রহমান স্মৃতি তর্পণ করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাট্যজন সাইফুল ইসলাম মাহমুদ, সুবচনের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াসসহ সুবচনের কর্মীরা। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২৭ জুন মাত্র ৩৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরজু রহমান। তিনি ছিলেন সুবচন নাট্য সংসদের সহ-সভাপতি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক। সুবচনের বেশ কয়েকটি নাটকের প্রায় ২ শতাধিক দর্শনীতে অভিনয় করেন। ছাত্র জীবনে আরজু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন সক্রিয়কর্মী ছিলেন। নাটকের দলগুলোকে রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতায় আরও উন্নয়ন ঘটাবার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। এ জন্য নাটকের অঙ্গনে অভিনেতার চেয়ে একজন সংগঠক আরজুই বেশি পরিচিত চিল।
×