ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান কি মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ জুন ২০১৫

বান কি মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী নবেম্বর মাসে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তাঁকে এই আমন্ত্রণ জাননো হয়। তবে তাঁর সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহাসচিবের মুখপাত্র ফারহান হক। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন, নবেম্বরে ঢাকায় পার্টনার্স ইন পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সম্মেলনে অংশ নিতে মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, মহাসচিবের সঙ্গে তার কথা হয়েছে। তবে ঢাকা সফর সম্পর্কে তিনি এখনও কিছু বলেননি। মহাসচিবের মুখপাত্র ফারহান হকও একই কথা বলেছেন। ফারহান হক এ বিষয়ে জানিয়েছেন, ঢাকা সফর সম্পর্কে জানানোর মতো কোন তথ্য এখন পর্যন্ত তাঁর কাছে নেই। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে কাজের জন্য বাংলাদেশ, ভারত, চীনসহ নিম্ন ও মধ্যম আয়ের ২৬ দেশের এই জোট পিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ঢাকায় পিপিডির সদর দফতরেই আগামী নবেম্বরে এই সম্মেলন হবে।
×