ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছিটমহল বিনিময়ে যৌথ জরিপ শুরু ৬ জুলাই

প্রকাশিত: ০৫:৩০, ২৭ জুন ২০১৫

ছিটমহল বিনিময়ে  যৌথ জরিপ  শুরু ৬  জুলাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ও নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে ॥ ১৬২ ছিটমহল বিনিময়ে যৌথ জরিপ আগামী ৬ জুলাই শুরু হবে। চলবে ১৬ জুলাই পর্যন্ত। ভারত বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ছিটমহল বাসিন্দাদের পুনর্বাসন, নাগরিকত্বসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এই বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার স্থলবন্দর বিএসএফ ক্যা¤েপ। বৈঠক শেষে রাতে ফিরে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের প্রধান কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ সাংবাদিকদের জানান, ভারত-বাংলাদেশের ছিটমহল বিনিময় বাস্তবায়ন প্রকল্প জরিপকারী ও সুপারভাইজার মনোনয়ন নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে ভারত ও বাংলাদেশের ৭৫ জন করে গণনাকারী অংশ নেবেন। আগামী ২ জুলাই বাংলাদেশে উভয় দেশের মধ্যে আরও একটি বৈঠক হবে। ওই বৈঠকে গণনাকারীদের তালিকা চূড়ান্ত করা হবে। এরপর ৬ জুলাই হতে ১৬ জুলাই পর্যন্ত জরিপকারী সদস্যরা ছিটমহলে থাকা লোকজনের বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালনা করবে। প্রতি ৫ জন গণনাকারীর সঙ্গে একজন করে সুপারভাইজার থাকবে।
×