ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নায়েক রাজ্জাকের বাড়িতে খুশির আমেজ

প্রকাশিত: ০৬:৪৭, ২৬ জুন ২০১৫

নায়েক রাজ্জাকের বাড়িতে খুশির আমেজ

সংবাদদাতা, নাটোর, ২৫ জুন ॥ বিজিবির নায়েক আবদুর রাজ্জাকের মুক্তির সংবাদে নাটোরের সিংড়া উপজেলার বলিয়া গ্রামে এখন খুশির আমেজ বিরাজ করছে। খুশি রাজ্জাকের বাবা, মা, স্ত্রী, সন্তানসহ গ্রামের সকলেই। গত ১৭ জুন রাজ্জাক অপহরণের পর থেকেই রাজ্জাকের পরিবারসহ গ্রামে বিরাজ করছিল বিষাদের ছায়া। নায়েক রাজ্জাকের স্ত্রী আসমা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে রাজ্জাক ফোন করেছিলেন তাকে। রাজ্জাক জানিয়েছেন তিনি ভাল আছেন, সুস্থ আছেন। তিনি নবজাত শিশু সন্তানের খোঁজখবর নেন এবং পরিবারের সবাইকে দেখে রাখার জন্য বলেন। আসমা বলেন তার স্বামীর মুক্তিতে তিনি খুশি। রাজ্জাকের শ্যালক আলমগীর জানান, দুলাভাইয়ের মুক্তির সংবাদে তাদের পরিবারসহ পুরো গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। রাজ্জাকের বৃদ্ধ বাবা তোফাজ্জাল হোসেন তারা মোল্লা বলেন, বাংলাদেশে ফিরে তার ছেলে তাদের সঙ্গে কথা বলেছেন। এতে করে তাদের সকল সংশয় দূর হয়েছে। তিনি দ্রুত ছেলেকে চোখে দেখতে চান। তারা মোল্লা রাজ্জাকের মুক্তিতে বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্জাকের বড় ছেলে রাকিবুল ইসলাম বলেন, আব্বু আমাকে ফোন করে কেমন আছি জানতে চেয়ে মন দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন।
×