ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশীয় বাজার থেকে কনডেনসেট কিনবে পেট্রোম্যাক্স

প্রকাশিত: ০৪:২৬, ২৬ জুন ২০১৫

দেশীয় বাজার থেকে কনডেনসেট কিনবে পেট্রোম্যাক্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড এখন থেকে দেশীয় বাজার থেকেও কনডেনসেট কিনবে। এ লক্ষ্যে কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) সঙ্গে ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, কোম্পানি এত দিন দেশের বাইরে থেকে কনডেনসেট (পেট্রোল, ডিজেল, অকটেন) আমদানি করত। জানা গেছে, পেট্রোম্যাক্স দুই বছরের জন্য এই চুক্তি করেছে। আশুগঞ্জ কনডেনসেটের প্রাপ্যতা অনুযায়ী আরপিজিসিএল ১ লাখ ৫০ মেট্রিক টন কনডেনসেট যোগান দেবে। উল্লেখ্য, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান। সন্ধানী লাইফের সভা রবিবার অর্থনৈতিক রিপোর্টার ॥ বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। এই কোম্পানির বৈঠক আগামী রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ মার্চ ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। উল্লেখ্য, কোম্পানি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×