ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমলো

প্রকাশিত: ০৪:২৫, ২৬ জুন ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে টানা ৫ম দিনের মতো সূচক কমেছে। ফলে পুুঁজিবাজার আবারও ধীর পতনের বৃত্তে আটকা পড়ল। একই সঙ্গে কমছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ। যার কারণে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ৭ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় ১৭ শতাংশ লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত বাজেট পুুঁজিবাজারের জন্য ইতিবাচক হলেও মূলত জুন ক্লোজিংয়ের প্রভাবের কারণেই পুঁজিবাজারে ধীর পতন চলছে। আস্তে আস্তে আবারও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে শুরু করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরেও প্রধান বাজারে লেনদেন বাড়েনি। নতুন তালিকাভুক্ত অলিম্পিক এ্যাক্সেসরিজের লেনদেন শুরুর দিনেই আধিপত্য বিস্তার করেছে। সব মিলে বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি ১৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে অলিম্পিক এ্যাক্সেসরিজ লিমিটেড, স্কয়ার ফার্মা, এএফসি এ্যাগ্রো বায়োটেক, লাফার্জ সুরমা সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ারটেক, ইফাদ অটোস, বেক্সিমকো, তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ইউনাইটেড এয়ারওয়েজ। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : হাক্কানী পাল্প, ঢাকা ডাইং, ৩য় আইসিবি, ২য় আইসিবি, স্টাইল ক্রাফট, ৭ম আইসিবি, আইসিবি, এএফসি এ্যাগ্রো, তসরিফা ইন্ড্রাস্টিজ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : কে এ্যান্ড কিউ, আইসিবি ১ম এনআরবি, এশিয়া ইন্স্যুরেন্স, মডার্ন ডাইং, আরএন স্পিনিং, সিনো বাংলা, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস ও প্রাইম ফাইনান্স। বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : অলিম্পিক এ্যাক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, তসরিফা ইন্ড্রাস্টিজ, ইউনাইটেড এয়ার, সাইফ পাওয়ার টেক, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
×