ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রদের বিক্ষোভ, গাড়ি ভাংচুর

মোটরবাইক তল্লাশির জের ধরে এসআই প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৩৯, ২৫ জুন ২০১৫

মোটরবাইক তল্লাশির জের ধরে এসআই প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালী সরকারী তিতুমীর কলেজের সামনে বুধবার বিকেলে পুলিশের এক ছাত্রনেতার মোটরসাইকেল আটকানোর ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্ররা। বিক্ষোভকালে বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশের এসআই আব্দুল মান্নানকে প্রত্যাহার ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার বিকেল তিনটার দিকে তিতুমীর কলেজের সামনে কলেজের সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লবসহ তিন মোটরসাইকেলযোগে বারিধারার দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে তল্লাশির সূত্র ধরে উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। বিপ্লবকে তল্লাশি চালানো গুলশান থানার এসআই আব্দুল মান্নান পিটিয়েছে বলে কলেজে খবর ছড়িয়ে পড়ে। এ খবরে ছাত্ররা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
×