ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশিত: ০৭:৩৯, ২৫ জুন ২০১৫

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩১. পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে কারা উদ্যোগ নেন? ক) কতিপয় সমমনা ব্যক্তি খ) কয়েকজন প্রবর্তক গ) শেয়ার হোল্ডারগণ ঘ) কয়েকজন অবসর প্রাপ্ত কর্মচারি ৩২. কোন সংগঠনের মালিকানা হতে ব্যবস্থাপনা আলাদা? ক) একমালিকানা সংগঠনের খ) অংশীদারি সংগঠনের গ) যৌথ মূলধনী সংগঠনের ঘ) পাইকারি সংগঠনের ৩৩. নতুন ও পুরোনো বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য যে ই-কমার্স সাইটটি গড়ে ওঠেছে সেটি হলো - র. িি.িবশযধহবু.পড়স রর. িি.িৎড়শড়সধৎর.পড়স ররর. িি.িনরশৎড়ু.পড়স নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বন্টিত হয়- র.সমানভাবে রর.মূলধনের পরিমাণের ভিত্তিতে ররর.ব্যবস্থাপনা পরিচালকের ইচ্ছানুযায়ী নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৩৫. ব্যবসায়িক মূল্যবোধ বলতে বোঝায় - র.ব্যবসায়ীর মূল্যবান আচরণ রর.ব্যবসায়ীর অনুকরণীয় আচরণ ররর.ব্যবসায়ীর স্থায়ী আচরণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ই-কমার্সে সাধারণত পণ্য বা সেবার বিনিময় - র. অনলাইনের মাধ্যমে ঘটে রর. ওয়েবসাইটের মাধ্যমে ঘটে ররর. অফলাইনের মাধ্যমে ঘটে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর . ৩৭. নিবন্ধনের প্রমাণস্বরূপ নিবন্ধক কী প্রদান করে? ক) সদস্যপদ খ) চাহিদাপত্র গ) সরবরাহপত্র ঘ) অনুমতিপত্র ৩৮. স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষার জন্য নিচের কোনটি প্রয়োজন? র. ব্যবসায়িক মূল্যবোধ রর. নৈতিকতা ররর. স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. মৃত্তিকার দূষণ কমানো সম্ভব - র. চটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে রর. পলিথিটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে ররর. কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) ররর গ) র ও ররর ঘ) রর ও ররর ৪০. বিজ্ঞাপন কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ক) স্বত্বগত খ) সমন্বয়গত গ) জ্ঞানসংক্রান্ত ঘ) ব্যক্তিগত ৪১. ঝগঊ ফাউন্ডেশন প্রতিষ্ঠার সরকারি গেজেট বিজ্ঞপ্তির তারিখ কত? ক) ৩০ মে খ) ১৭ জুলাই গ) ১২ নভেম্বর ঘ) ২৬ নভেম্বর ৪২. উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিবেচ্য হলো - র. অন্য দেশের নাগরিক রর. বয়সসীমা ১৮ থেকে ৬০ এর মধ্যে হতে হয় ররর. ঋণখেলাপী, উন্মাদ নয় এমন ব্যক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে উৎপাদকরা কাদের সাথে যোগাযোগ স্থাপন করেন? ক) ক্রেতা বা ভোক্তার সাথে খ) বিক্রেতার সাথে গ) পণ্য সরবরাহকারীদের সাথে ঘ) অর্থ বিনিয়োগকারীদের সাথে ৪৪. কেন বৃহদায়তন অপেক্ষা মানুষ একমালিকানা ব্যবসায় স্থাপনের প্রতি আগ্রহী হয়? ক) জনশক্তির সাহায্য পাওয়া যায় খ) স্বাধীনভাবে জীবিকা নির্বাহের সুযোগ রয়েছে গ) প্রযুক্তিগত দক্ষতার ব্যবহার হয় ঘ) প্রশমনের সুযোগ রয়েছে ৪৫. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্রের সংক্ষিপ্ত রূপ কোনটি? ক) বিসিক খ) বিডিবিএল গ) বিটাক ঘ) বিটপ ৪৬. সেবা শিল্পের অন্তর্গত নয়- র. গ্যাস উত্তোলন রর. বিমান ররর. সেতু নির্মাণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. মধুমতি ট্রান্সপোর্ট ব্যবসায় কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে? ক) সময়গত খ) স্থানগত গ) অর্থগত ঘ) ঝুঁকিগত ৪৮. বিএসটিআই কর্তৃপক্ষ তাদের ক্ষমতার মাধ্যমে করতে পারে - র. প্রদত্ত মান চিহ্ন নবায়ন রর. প্রদত্ত মান চিহ্ন সাময়িকভাবে বাতিল ররর. প্রদত্ত মান চিহ্ন স্থায়িভাবে বাতিল করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: জনাব আরিফ ছোট চালকল দিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে অনেক উন্নতমানের চালকল বসে যাওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়ায় সে তার বন্ধু অনিকের কাছ থেকে চুক্তির ভিত্তিতে টাকা নিয়ে উন্নতমানের চালকল বসিয়ে যৌথভাবে ব্যবসায় আরম্ভ করে।
×