ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ বছরে দেশে বৈধ উপায়ে স্বর্ণ আমদানি হয়নি

প্রকাশিত: ০৭:২৬, ২৫ জুন ২০১৫

৫ বছরে দেশে বৈধ উপায়ে স্বর্ণ আমদানি হয়নি

দেশে গত পাঁচ বছরে বৈধ উপায়ে কোন প্রকার সোনা আমদানি করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে দশম জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত এম এ হান্নানের লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ মোতাবেক বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানি করার সুযোগ রয়েছে। বিগত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন হয়নি। তাই গত পাঁচ বছরে বৈধ উপায়ে বাণিজ্যিক ভিত্তিতে কোন প্রকার সোনা দেশে আমদানি করা হয়নি। সুতরাং এ সময়ে সোনা আমদানি থেকে সরকারের কোন প্রকার রাজস্ব আয়ও হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার চীনে আবারও গুঁড়া দুধ প্রত্যাহার অতিরিক্ত নাইট্রিট এসিড ধরা পড়ায় চীনের সাংহাই প্রদেশ থেকে শিশুদের জন্য তৈরি গুঁড়ো দুধ প্রত্যাহার করে নিতে তিন উৎপাদক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা সংস্থা। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটি যদি আইনলঙ্ঘন করে থাকে তবে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাতে বুধবার বিবিসি, রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গুঁড়ো দুধে পাঁচটি ব্যাচে অতিরিক্ত নাইট্রিট এসিড ধরা পড়ার অভিযোগে এ নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছেÑ সাংহাই গুয়ানসান ডেইরি কোঃ লি., জিয়ান গুয়ানসান ডেইরি কোঃ লি. এবং শেনট্যাং ইন্ড্রাস্ট্রি কোঃ লি.। ছাগলের দুধ থেকেই প্রতিষ্ঠানগুলো এ গুঁড়ো দুধ তৈরি করে থাকে। প্রসঙ্গত, ২০০৮ সালে গুঁড়ো দুধে বিষাক্ত দূষণ কেলেঙ্কারির পর চীনে পণ্যটির মান অনেক উন্নত হয়। ওই সময় বিষাক্ত দুধ খেয়ে কমপক্ষে ছয় শিশু মারা যায়। - অর্থনৈতিক রিপোর্টার
×