ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালি ছেড়ে ফ্রান্সে তেভেজ!

প্রকাশিত: ০৬:৫৭, ২৫ জুন ২০১৫

ইতালি ছেড়ে ফ্রান্সে তেভেজ!

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের জার্সিতে দুর্দান্ত খেলছেন কার্লোস তেভেজ। তাই জুভেন্টাসের আর্জেন্টাইন তারকার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তারই ধারাবাহিকতায় আসন্ন গ্রীষ্ম মৌসুমে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ফ্রান্সের রাজধানীতে আনার জন্য লোভনীয় প্রস্তাবের ইঙ্গিত পাওয়া গেছে। জুভেন্টাস তাকে আরও এক মৌসুম দলে ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠলেও সম্প্রতি গুজব রটেছে বোকা জুনিয়র্সের সঙ্গে তেভেজের আলোচনা চলছে। চ্যাম্পিয়নস লীগ রানার্স-আপ জুভেন্টাসের সঙ্গে তেভেজের চুক্তির এখনও এক বছর বাকি। কিন্তু যত দ্রুত সম্ভব জুভ তারকাকে দলে নিতে এখন তৎপর ফ্রেঞ্চ ওয়ান লীগের চ্যাম্পিয়নরা। বছরে প্রায় সাড়ে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে তেভেজকে পিএসজি দলে নিতে চায় বলে প্রতিবেদনে উঠে এসেছে। এর সাথে বোনাস মিলিয়ে সর্বমোট অর্থের পরিমাণ ৯ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে। এদিকে এটা অবধারিত যে সিআর চ্যাম্পিয়নরা কোনভাবেই তাদের ২০ গোল করা স্ট্রাইকারকে স্বল্পমূল্যে দলবদলের বাজারে ছাড়বে না। ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকারের ক্যারিয়ারে এটাই সম্ভবত শেষ বড় কোন চুক্তি হতে যাচ্ছে। জুভেন্টাসের প্রধান নির্বাহী জুসেপ মারোত্তা অবশ্য বলেছেন, তেভেজের সঙ্গে ক্লাবের বেশ সুসম্পর্ক রয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলেছেন সবকিছুই তেভেজের ওপরই নির্ভর করছে। একজন পেশাদার ফুটবলার হিসেবে তার সিদ্ধান্তকে ক্লাব অবশ্যই শ্রদ্ধা করবে। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে পিএসজি। সদ্য সমাপ্ত মৌসুমে সিআর সেভেন দুর্দান্ত পারফর্ম করলেও ক্লাব একটিও ট্রফি জিততে পারেনি। যে কারণে স্বাভাবিকভাবেই দলের সার্বিক খেলার মান পছন্দ হয়নি রিয়াল স্ট্রাইকারের। পাশাপাশি আসন্ন মৌসুমে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিলেন তিনি। ক্লাব কর্তাদের কাছে কার্লোকে রাখার দাবিও জানান তিনি। কিন্তু ক্লাব নিজের পথে হেঁটে আনচেলত্তিকে বিদায় জানিয়ে দিয়েছে। রিয়ালের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন রাফায়েল বেনিতেজ। সেদিক থেকে ক্লাবের প্রতি অনেকটাই ক্ষুব্ধ পর্তুগীজ স্ট্রাইকার। তাই গুঞ্জন এই সুযোগকে কাজে লাগিয়ে রোনাল্ডোকে তুলে নিতে চাইছে প্যারিস সেইন্ট জার্মেই। আগামী মৌসুমে জ¬ালাতান ইব্রাহিমোভিচের বদলি হিসেবে ভাবা হচ্ছে সিআর সেভেনকে। পরের মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে সুইডিশ স্ট্রাইকারের। তাই এখনই তারা রোনাল্ডোকে নিয়ে ভাবতে শুরু করেছে।
×