ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ষষ্ঠ শিরোপায় চোখ সেরেনার

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ জুন ২০১৫

ষষ্ঠ শিরোপায় চোখ সেরেনার

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে ২০ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। চলতি মৌসুমেই তার দুটি। আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বল্ডন। মেজর এই টুর্নামেন্টে পাঁচবার হেসেছেন শিরোপা জয়ের হাসি। ২০১২ সালে শেষবারের মতো উইম্বল্ডনের চ্যাম্পিয়ন হওয়া এই আমেরিকান টেনিস তারকা এবার ষষ্ঠ শিরোপা জিততে মরিয়া। এ বিষয়ে সেরেনা উইলিয়ামস বলেন, ‘অবশ্যই আমি উইম্বল্ডন জিততে চাই। আমি মনে করি এখানে শিরোপা জেতার অনুভূতিটা দারুণ হবে।’ ২০০২ সালে উইম্বল্ডনে প্রথমবারের মতো শিরোপা জয়ের উল্লাসে ভেসে ছিলেন সেরেনা। এর পরের মৌসুমেও শিরোপা ধরে রেখেছিলেন তিনি। ২০০৯-১০ সালেও টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সেরেনা। এর পরের দুই বছরের বিরতি শেষে ২০১২ সালে পঞ্চমবারের মতো উইম্বল্ডনের শিরোপা নিজেকে শোকেসে তুলেন আমেরিকান তারকা। মাঝের দুই বছরের বিরতি শেষে আবারও সেরেনাকে হাতছানি দিচ্ছে উইম্বল্ডনের ষষ্ঠ শিরোপা। তবে সেরেনা কী পারবেন নিজেকে মেলে ধরতে? ভক্ত-অনুরাগীদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে সেরেনা উইলিয়ামস ভাল করেই জানেন গত কয়েক মৌসুমে ভাল পারফর্ম না করার কারণে এবার তার জয়ের বিকল্প নেই। তাই বুধবার এক সাক্ষাতকারে সেরেনা উইলিয়ামস বলেন, ‘গত দুটি মৌসুমে উইম্বল্ডনে আমি ভাল করতে পারিনি। তাই এবার আমার সামনে কঠিন চ্যালেঞ্জ। এটা আসলে সঠিক যে চ্যালেঞ্জ নেয়াটা আমার পছন্দ। আর তাই এবার গত দুই মৌসুমের চেয়ে অনেক ভাল করাই আমার মূল লক্ষ্য। আমি আরেকবার, আরেকবার এবং আরেকবার ভাল করতে চাই।’ বয়সে তেত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। কণ্ঠে এখনও দৃঢ় প্রত্যয়। কিভাবে তা সম্ভব? সেরেনা উইলিয়ামসের কাছে দুর্দান্ত পারফর্মেন্সই অনুপ্রেরণা। ২০১৩ সালে দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছিলেন সেরেনা। আর গত মৌসুমে মাত্র একটি। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। সেই যে শুরু। টানা তিন মেজর টুর্নামেন্টে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আমেরিকান এই টেনিস তারকা। চলতি মাসেই চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন তিনি। উইম্বল্ডনে তার শিরোপা জয়ের হতে বড় বাধা হতে পারেন পেত্রা কেভিতোভা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। তাছাড়া সিমোনা হ্যালেপ, মারিয়া শারাপোভা কিংবা ভিক্টোরিয়া আজারেঙ্কারাও সেরেনার রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের পথে বড় হুমকি। টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ডসøামজয়ীদের তালিকায় সেরেনার স্থান তিনে। ২৪ গ্র্যান্ডসøাম জিতে এই তালিকায় সবার উপরে অবস্থান করছেন মার্গারেট কোর্ট। এরপর ২২ জিতে দুইয়ে আছেন স্টেফিগ্রাফ। উইম্বল্ডন জিততে পারলে গ্রাফকে ছুঁয়ার আরেকটু কাছে চলে আসবেন সেরেনা উইলিয়ামস। আগামী সেপ্টেম্বরেই চৌত্রিশে পা রাখবেন সেরেনা। তারপরও টেনিস কোর্টে অপ্রতিরোধ্য আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। মৌসুমের প্রথম দুই গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন এই টেনিস তারকাকে এক সাক্ষাতকারে প্রশ্ন করেছিলেন মডেলিংয়ে আগ্রহের বিষয়ে। কিন্তু সেরেনা উইলিয়ামস সরাসরি জানিয়ে দিলেন মডেলিংয়ে মোটেও আগ্রহ নেই তার। এর পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। এ বিষয়ে সেরেনা বলেন, ‘আসলে মডেলিং করার জন্য চমৎকার সিøম ফিগারের দরকার হয়। তেমনটা আমার নেই। তাই ক্যারিয়ার শেষ হলে অন্য কিছু নিয়েই ভাবব।’ তবে সেরেনা তার বড় বোন ভেনাস উইলিয়ামসকে মডেলিংয়ে এগিয়ে রাখছেন। ইতোমধ্যেই ২০ গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক স্পর্শ করেছেন সেরেনা। টেনিস কোর্টে যেমন দুর্বার। তেমনি কোর্টের বাইরেও বিভিন্ন পণ্য কিংবা পোশাকের মডেলিংয়ে দেখা যায় সেরেনাকে। তবে সেটা আসলে শখের বসেই করে থাকেন বলে জানালেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা।
×