ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাকটিভ ফাইনের লভ্যাংশ বিতরণ বৃহস্পতিবার

প্রকাশিত: ০৪:০৭, ২৫ জুন ২০১৫

এ্যাকটিভ ফাইনের লভ্যাংশ বিতরণ বৃহস্পতিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে এ কোম্পানির লভ্যাংশ বিতরণ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে। শেয়ারহোল্ডাররা কোম্পানির রেজিস্টার্ড অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন। উল্লিখিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে লভ্যাংশ সংগ্রহ করার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছে কোম্পানিটি। এ সময় নিজ নিজ বিনিয়োগকারী বা অনুমোদিত ব্যক্তি লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন। উত্তরা ফিন্যান্সের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৫ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু করেছে ৪৩ টাকা ২১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই।
×