ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৮:৩৪, ২৪ জুন ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. নিচের কোনটি একমুখী পদ্ধতির উদাহরণ? ক) রেডিও খ) টিভি গ) খবরের কাগজ ঘ) সবগুলো ২. কোনটি সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেকানোর বার? ক) ফরমুলা বার খ) শিট ট্যাব গ) টাইটেল বার ঘ) অফিস বাটন ৩. আরপানেট ক্রিপার কী? ক) একটি ভাইরাস খ) একটি সার্ভার গ) ৎড়ড়ঃ কম্পিউটার ঘ) একটি ওয়ার্ম ৪. একজন ব্যক্তির কয়টি অনলাইন পরিচয় থাকতে পারে? ক) একটি খ) দুটি গ) অনেক ঘ) তিনটি ৫. কাজের ধরনের ভিত্তিতে ভাইরাস কত প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৬. কোন প্রযুক্তি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক) রেডিও প্রযুক্তি খ) মোবাইল প্রযুক্তি গ) কোয়ান্টাম প্রযুক্তি ঘ) তথ্য প্রযুক্তি ৭. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? ক) একসেস খ) ড্রিমওয়েভার গ) নেটবিনস ঘ) এক্সেল ৮. নিচের কোন উপাদানটি দ্বারা বর্তমানে শিল্পোৎপাদন ব্যবস্থা প্রায় অচল? ক) ইন্টারনেট খ) ফ্যাক্স গ) মোবাইল ফোন ঘ) ইন্ট্রানেট ৯. নিচের কোনটি পাসওয়ার্ডে ম্যানেজার? ক) গং ডড়ৎফ খ) খধংঃঢ়ধংং গ) ডরহফড়ংি - ীঢ় ঘ) টহরী ১০. বিনা তারে তথ্য পাঠায় নিচের কোন মাধ্যমটি? ক) রেডিও খ) ল্যান্ড ফোন গ) অ্যাডার ঘ) অপটিক্যাল ফাইবার ১১. বাংলাদেশে বর্তমানে মুক্ত পেশাবীজীর সংখ্যা কত? ক) দশ সহস্রাধিক খ) বিশ সহস্রাধিক গ) ত্রিশ সহস্রাধিক ঘ) চল্লিশ সহস্রাধিক ১২. গবেষণার কাজ করতে মূলত কীসের প্রয়োজন হয়? ক) তথ্যের খ) কথার গ) শব্দের ঘ) সূত্রের ১৩. আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে কীসের আওতায়? ক) মেনুর আওতায় খ) শিট ট্যাবের আওতায় গ) ফর্মুলা বারের আওতায় ঘ) টাইটেল বারের আওতায় ১৪. নাগরিক সেবাসমূহ নাগরিকের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তা হলো- র. মোবাইল ফোন রর. টেলিভিশন ররর. ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৫. নিচের কোনটি ওয়ার্ম ম্যালওয়্যার? ক) পিংপং খ) নরটন গ) পান্ডা ঘ) ক্যাসপারস্কি ১৬. নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি? ক) কো-এক্সিয়েল ক্যাবল খ) ব্লুুটুথ গ) ইনফ্রারেড ঘ) রেডিও ওয়েভ ১৭. কোন মাধ্যমটি ইন্টারনেট নির্ভর হয়ে গেছে? ক) রেডিও খ) টেলিভিশন গ) খবরের কাগজ ঘ) সবগুলো ১৮. কোনো কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে কোনটি? ক) ব্রাউজার খ) ডাটাবেজ গ) ম্যালওয়্যার ঘ) এন্টিভাইরাস ১৯. বর্তমান পৃথিবীতে বড় সম্পদ কোনটি? ক) সোনা খ) রূপা গ) তথ্য ঘ) খনিজ সম্পদ ২০. কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে মূলত কী দরকার হয়? ক) সার্ভার খ) কম্পিউটার গ) সুইচ ঘ) সবগুলো ২১. কীসের মাধ্যমে যেকোনো স্থান থেকে মৌখিক যোগাযোগ করা সম্ভব? ক) টেলিভিশন খ) মোবাইল গ) ফ্যাক্স ঘ) ওয়েবসাইট ২২. মানুষের একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতি কত প্রকার? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ২৩. নিচের কোনটি ভাইরাস নয়? ক) ডাপরোসি ওয়ার্ম খ) প্যান্ডা গ) ডার্ক এভেঙ্কার ঘ) নিমডা ২৪. ই-মেইলের নিরাপত্তা রক্ষায় কি প্রদান করতে হয়? ক) পাসওয়ার্ড খ) ওউ গ) মোবাইল নাম্বার ঘ) বাড়ির ঠিকানা ২৫. কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে- র. কম্পিউটারের গতি হ্রাস রর. কম্পিউটার বন্ধ ররর. হার্ডডিস্ক ফর্মেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৬. কীসের মাধ্যমে ম্যালও্যােরকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে? ক) ইন্টারনেট খ) কম্পিউটার গ) মোবাইল ঘ) ফ্যাক্স
×