ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:৩১, ২৪ জুন ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৩. পরিকল্পনার আলোকে লক্ষ্য ও উদ্দেশ্য নিশ্চিতের জন্য প্রয়োজনীয় উপায়-উপকরণ ও সম্পদকে- র. সংগঠিতকরণ করা হয় রর. প্রেষণা প্রদান করা হয় ররর. নির্দেশনা প্রদান করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪. আমাদের দেশে বি.সি.এস. কর্মকর্তাদের প্রশিক্ষণে কোন ধরনের পদ্ধতি বেশি অনুসরণ করা হয়? ক) শিক্ষানবিশ পদ্ধতি খ) পদ পরিবর্তন গ) পর্যবেক্ষণ পদ্ধতি ঘ) নাট্যাভিনয় পদ্ধতি ১৫. বাংলাদেশের ব্যবস্থাপনা উন্নয়নের প্রতিবন্ধকতার কারণ হলো র. গবেষণায় অনাগ্রহ রর. উত্তম শিল্প সম্পর্কের অভাব ররর. আধুনিক দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৬. শাহাদাত নতুন একটি কাগজের কারখানা স্থাপন করার পরিকল্পনা করেন। তার গৃহীত পরিকল্পনাটি কী হিসেবে গণ্য করা যায়? ক) কর্মসূচি খ) প্রকল্প গ) কার্যপ্রণালি ঘ) পদ্ধতি ১৭. কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? ক) কর্মীর প্রয়োজন নিরূপণ খ) উৎস নির্ধারণ গ) বিজ্ঞপ্তি প্রদান ঘ) আবেদনপত্র সংগ্রহ ১৮. যার উদ্দেশ্যে তথ্য পরিবেশন করা হয় তাকে কী বলে? ক) পিয়ন খ) প্রেরক গ) প্রাপক ঘ) ডাক্তার ১৯. ‘যোগ্য ব্যক্তিকে যোগ্যস্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন’ - ব্যবস্থাপনার কোন নীতি? ক) কার্য বিভাজন খ) নিরপেক্ষতা গ) শৃঙ্খলা ঘ) নিয়মানুবর্তিতা ২০. ব্যবস্থাপকগণ ঘরে বা অফিসে বসেই তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে- র. ভিডিও কনফারেন্সের মাধ্রমৈ রর. রেডিও-এর মাধ্যমে ররর. ইন্টারনেটের মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. ব্যবস্থাপকীয় দক্ষতা বা সফলতার সূত্র - ক) ৬স খ) চঙঝউঈঙজই গ) গ + স + ঞ = ঝ ঘ) ঝ = অ ী স ী ঙ ২২. সমন্বয়সাধন ব্যবস্থাপনার অন্যান্য কাজ থেকে পৃথক কেন? ক) সমন্বয়ের কিছু বৈশিষ্ট্যের কারণে খ) এটি নিয়ন্ত্রণের সাথে জড়িত বলে গ) প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হওয়ায় ঘ) বিভিন্ন বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপন করায় ২৩. ই-মেইলে সংবাদ প্রেরণের জন্য নিচের কোনটি প্রয়োজন? ক) টেলিফোন লাইন খ) সফটওয়্যার গ) ই-মেইল ঠিকানা ঘ) ফ্যাক্স মেশিন ২৪. জাহান মিলস লি. -এর ব্যবস্থাপক মিনহাজ আবেদিন প্রতিষ্ঠানে একটি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। যে দিকগুলোর ব্যাখ্যা সংগঠনে থাকায় এ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তা হলো- র. কর্মীর কর্তৃত্ব রর. কর্মীর দায়িত্ব ররর. কর্মীর দক্ষতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
×