ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় মাটিচাপায় ৩ সহোদও নিহত

প্রকাশিত: ০৮:০৩, ২৪ জুন ২০১৫

হাতিয়ায় মাটিচাপায় ৩ সহোদও  নিহত

সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী ॥ হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের কেরিং চরের কোল্ডস্টোর বাজারের পাশে তীব্র নদী ভাঙ্গনে মাটি চাপায় একই পরিবারের ৩ সহোদর নিহত হয়েছেন। ভাঙ্গন অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দা হাছান উদ্দিনের তিন ছেলে রিয়াজ (১১), রিহাদ (৮) ও রাহাদ (৭) মাছ ধরার জন্য বাড়ির পাশে নদীর পাড়ে দাঁড়ালে মাটি (চাপা পড়ে) নদীতে তলিয়ে যায়। দুপুরে ৩ ভাইয়ের লাশ উদ্ধার করেছে জেলেরা। স্থানীয় সাংসদ আয়েশা ফেরদাউস নিহতদের দাফনের জন্য সহায়তা অর্থ করেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। সিলেটে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অপহরণের দুই সপ্তাহ পর সোমবার রাতে সিলেটের ওসমানীনগরে এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছ পুলিশ। আবিদা বেগম (১৫) নামের এ ছাত্রী ওসমানীনগর থানার পশ্চিম পৈলনপুর ইউপির মঙ্গলপুর গ্রামের ছুরক মিয়ার মেয়ে এবং শেরপুর আওরঙ্গপুর আয়েশা সিদ্দিকা (র) মহিলা মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। মৌলভীবাজার জেলার শেরপুর আওরঙ্গপুর আয়েশা সিদ্দিকা (র) মহিলা মাদ্রাসার শিক্ষক হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুকা গ্রামের রুহুল আমিনের ছেলে হাফিজুর রহমান ওরফে মাছুমকে (৩০) আটক করেছে। লৌহজংয়ে ফেনসিডিল বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার কনকসার গ্রাম থেকে ২৮৩ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা স্বপন ম-লকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে এই অভিযান পরিকল্পনা করা হয়। স্বপন ম-ল পার্শ্ববর্তী ঝাউটিয়া গ্রামের নারায়ন ম-লের ছেলে।
×