ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়ন কারবারের লক্ষ্য উইম্বল্ডন

প্রকাশিত: ০৭:৩৩, ২৪ জুন ২০১৫

চ্যাম্পিয়ন কারবারের লক্ষ্য উইম্বল্ডন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে উইম্বল্ডন। মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের আগে সেরা ফর্মে ফিরলেন জার্মান টেনিস তারকা এ্যাঞ্জেলিক কারবার। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের প্রতিভাবান খেলোয়াড় ক্যারোলিনা পিসকোভাকে হারিয়ে বার্মিংহাম ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। টুর্নামেন্টের চতুর্থ বাছাই এ্যাঞ্জেলিক কারবারের সবুজ ঘাসের কোর্টে এটাই প্রথম শিরোপা। বার্মিংহাম ওপেনের শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত কারবার। ২৭ বছর বয়সী এই জার্মান তারকার লক্ষ্য এখন উইম্বল্ডনেও নিজের সেরাটা ঢেলে দেয়ার। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে নিয়মিতই আলো ছড়াচ্ছেন এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু দুর্ভাগ্য এই জার্মান তারকার। এখন পর্যন্ত টেনিসের মেজর কোন শিরোপা জিততে পারেননি। ২০১১ ও ২০১২ সালে দুইবারই উইম্বল্ডন এবং ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। কিন্তু এই শেষ চারের বাধা আর পেরোতে পারেননি এ্যাঞ্জেলি কারবার। চলতি মৌসুমের শুরু থেকেও নিজেকে হারিয়ে খোঁজছেন এই খেলোয়াড়। অবশেষে বার্মিংহাম ওপেনে শিরোপার দেখা পেলেন তিনি। রবিবার টুর্নামেন্টের ফাইনালে জার্মানির এই টেনিস তারকা ৬-৭ (৫/৭), ৬-৩ এবং ৭-৬ (৭/৪) গেমে পরাজিত করেন ক্যারোলিনা পিসকোভাকে। সবুজ ঘাসের কোর্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দটা অনেক। সেটাও স্বীকার করেছেন কারবার। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ৬ ডব্লিউটিএ শিরোপা জেতা এই জার্মান খেলোয়াড় বলেন, ‘এটা বিস্ময়কর এক ম্যাচ। আর ফাইনাল ম্যাচগুলো সাধারণত এমনই হয়। তাই আমি বলব পরিপূর্ণ একটা লড়াই দেখা গেল টুর্নামেন্টে।’ এ সময় এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘বিলি জিন কিং এবং মার্টিনা নাভ্রাতিলোভার পাশে এখন আমার নামটাও শোনা যাবে। প্রকৃতপক্ষে এই সপ্তাহে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি আসলেই গর্বিত। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখাই আমার এখন মূল লক্ষ্য।’ চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা আর জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের মাঝে শিরোপা ছাড়াও আরেকটি লড়াই চলছিল। তা হলো টেনিস র‌্যাঙ্কিংয়ের। ফাইনালের মঞ্চে কারবারকে হারাতে পারলেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে উঠে আসার সুযোগ ছিল পিসকোভার। আর সেই স্থানটা ছেড়ে দিতে বাধ্য ছিলেন এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু রবিবার বার্মিংহাম ওপেনের শিরোপা জয়ের কারণে পিসকোভার কাছে জায়গা হারাতে হচ্ছে না কারবারের। বরং নিজের স্থানেই থাকছেন কারবার। জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে শিরোপা হাতছাড়া করলেও হতাশ নন পিসকোভা। কেননা দুর্দান্ত খেলেই শিরোপা জয়ের মঞ্চে তুলতে সক্ষম হন নিজেকে। যে কারণে পিসকোভা হতাশ নন।
×