ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোয়ালখালীতে ভেঙ্গে পড়া ব্রিজ মেরামত কাজ শেষ হচ্ছে আজ

প্রকাশিত: ০৬:৪২, ২৪ জুন ২০১৫

বোয়ালখালীতে ভেঙ্গে পড়া ব্রিজ মেরামত কাজ শেষ হচ্ছে আজ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৩ জুন ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও ফার্নেস অয়েলবাহী ওয়াগনগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ব্রিজ মেরামতের কাজ বুধবারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই খালে পড়ে থাকা ফার্নেস অয়েলের ওয়াগনগুলো উদ্ধার করা হবে। রেলের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলস্টেশন ও পটিয়ার ধলঘাট স্টেশনের মাঝামাঝি হারগেজি খালের সাইরারপুল ভেঙ্গে ফার্নেস অয়েলবাহী একটি ট্রেন খালে পড়লে ট্রেনযাত্রীদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবারও খালে পড়া তেলের ওয়াগনগুলো একই অবস্থাতেই ছিল। বেরিয়ে পড়া ফার্নেস অয়েলগুলো অনেকটাই পরিষ্কার হয়েছে মুষলধারে বৃষ্টির কারণে। রেল কর্তৃপক্ষ লাইন ও সেতুটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে এ কার্যক্রম মাঝেমধ্যেই ব্যাহত হয়। রেলের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বুধবারের মধ্যেই লাইন মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছি। এরপরই ওয়াগনগুলো তোলা হবে।
×