ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই

প্রকাশিত: ০৪:২৩, ২৪ জুন ২০১৫

মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই

মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। তিনি মঙ্গলবার সকালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মিশনারিজ অব চ্যারিটির সাবেক প্রধান সিস্টার নির্মলা। খবর আনন্দবাজার পত্রিকার। মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেন, কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়। বুধবার সকালে তাঁর মরদেহ কলকাতার মাদার হাউসে নেয়া হবে। তাঁর শেষকৃত্য এদিন বিকেলে সেন্ট জন’স চার্চেই হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় সিস্টার নির্মলার মৃত্যুতে শোক জানিয়েছেন। মোদি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সিস্টার নির্মলা তাঁর জীবন উৎসর্গ করেছেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী টুইটারে বলেছেন, সিস্টার নির্মলার মৃত্যুতে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি নোবেলজয়ী মাদার তেরেসার আদর্শকে সামনে রেখে দরিদ্র মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, সিস্টার নির্মলার প্রয়াণে আমি শোকাহত। কলকাতাসহ গোটা বিশ্ব তাঁর অভাব বোধ করবে। ২০০৯-এ তিনি পদ্মবিভূষণ সম্মান পান।
×