ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফলো আপ

প্রকাশিত: ০৪:১৬, ২৪ জুন ২০১৫

ফলো আপ

‘তালগাছ সবার’ ১৪ জুন সম্পাদক সমীপে বিভাগে ‘তালগাছ সবার’ শীর্ষক যে সচিত্র চিঠি প্রকাশিত হয় তাতে বলা হয়েছে, ঢাকা-কাউখালী মহাসড়কের জয়কুল-বিড়ালজুরীতে আশির দশকের শুরুতে লাগানো অর্ধ শতাধিক তালগাছ একটি লোভী চক্রের হাতে পড়ে হুমকির সম্মুখীন। চক্রটি ইতোমধ্যে বেশকিছু তালগাছও কেটে নিয়েছে। বাকি গাছগুলোও হুমকির মুখে। উল্লিখিত চিঠিটি প্রকাশিত হওয়ার দিনই বন বিভাগের কর্মকর্তারা তালগাছগুলো সংরক্ষণের জন্য পরিদর্শনে আসেন এবং এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। -বি. স
×