ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করমপ লিমিটেডকে সতর্ক করবে কমিশন

প্রকাশিত: ০৭:২৫, ২৩ জুন ২০১৫

করমপ লিমিটেডকে সতর্ক করবে কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজি উত্তোলনের প্রস্তাবে ভ্রান্ত প্রতিবেদন উল্লেখ করায় করমপ কোম্পানি লিমিটেডকে সর্তকপত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সিউকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারে অবস্থিত কোরিয়ান কোম্পানি করমপ লিমিটেড কমিশনের অনুমোদন ব্যতীত তিন দফায় পরিশোধিত মূলধন বৃদ্ধি করেছে। এছাড়ও পুঁজি উত্তোলনের প্রস্তাবে বিএসইসির কাছে ভ্রান্ত প্রতিবদেন দাখিল করেছে কোম্পানিটি। অর্থাৎ পরিশোধিত মূলধন ১৪ কোটি ১৭ লাখের পরিবর্তে ৯ কোটি ৮১ লাখ টাকার কথা উল্লেখ করেছে করমপ লিমিটেড। যা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অডিন্যান্স, ১৯৯৬-এর সেকশন ১৮ এবং সেকশন ২এ(১) এর ধারা লঙ্ঘন। মার্জিনধারীদের তালিকা চাইল আইএফআইসি ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংক লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মার্জিন ঋণধারীদের মধ্যে যারা বোনাস লভ্যাংশের যোগ্য তাদের তালিকা চেয়েছে আইএফআইসি ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে এ তালিকা পাঠাতে বলেছে ব্যাংকটি। সমাপ্ত হিসাব বছরে আইএফআইসি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
×