ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোপা আমেরিকায় শেষ আটের লাইনআপ চূড়ান্ত

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ সেমিতে?

প্রকাশিত: ০৭:০৯, ২৩ জুন ২০১৫

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ সেমিতে?

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র এক ম্যাচ দূরে। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ জিততে পারলেই চলমান কোপা আমেরিকা ফুটবলে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার। ফুটবলবিশ্ব এখন সবচেয়ে আকাক্সিক্ষত এই দ্বৈরথ দেখার অপেক্ষায়। কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পরই ব্রাজিল ও আর্জেন্টিনার দেখা হওয়ার দারুণ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চিলি-উরুগুয়ে, বলিভিয়া-পেরু, আর্জেন্টিনা-কলম্বিয়া ও ব্রাজিল-প্যারাগুয়ে। চিলি-উরুগুয়ে ও বলিভিয়া-পেরু ম্যাচের বিজয়ী দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে ২৯ জুন। আর আর্জেন্টিনা-কলম্বিয়া ও ব্রাজিল-প্যারাগুয়ের ম্যাচের বিজয়ী দুই দল দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০ জুন। অর্থাৎ শেষ আটে নিজ নিজ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে দেখা হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের। ২৫ জুন প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় স্বাগতিক চিলির মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২৬ জুন ভোর সাড়ে পাঁচটায় লড়বে বলিভিয়া-পেরু। ২৭ জুন তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ও কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া। ২৮ জুন রাত সাড়ে তিনটায় ব্রাজিলের বিরুদ্ধে লড়বে প্যারাগুয়ে। গ্রুপ পর্বে চিলি তাদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করলেও গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা। বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হার মানে একই ব্যবধানে। তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। ২২ বছরের শিরোপা খরা কাটাতে আসা লিওনেল মেসির আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে। নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ও শেষ ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। আসরের আরেক ফেবারিট ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিরুদ্ধে ২-১ গোলের জয় তুলে নেয়। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হোঁচট খায় নেইমার বাহিনী। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বসে সেলেসাওরা। নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে নেইমারবিহীন ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভাবনায় এখন শুধুই শেষ আটের ম্যাচ। প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও। ২০১১ সালের কোপার শেষ আটের লড়াইয়ে এই প্যারাগুয়ের কাছে হেরেই যে আশাভঙ্গ হয়েছিল ব্রাজিলের। সেবার টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল পেলের দেশকে। ২০১৫ সালে এসে আরেকটা আশাভঙ্গের বেদনায় নীল হতে চায় না কার্লোস দুঙ্গার দল। সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা বিষয়টা মাথায় রেখেছেন। এ কারণেই প্যারাগুয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালকে কঠিন ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। থিয়াগো বলেন, এই পর্যায়ে কোন দলকেই খাটো করে দেখা যায় না। প্রতি দলই কাপ জয়ের যোগ্যতা রাখে। প্যারাগুয়ের বিষয়ে তো আমাদের বিশেষ অভিজ্ঞতা আছে। এই দলের বিপক্ষে তাই বাড়তি সতর্ক হতেই হচ্ছে।
×