ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাভাস্কারের মন্তব্য

ভারতকে দুমড়ে-মুচড়ে একতরফা জিতেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৭, ২৩ জুন ২০১৫

ভারতকে দুমড়ে-মুচড়ে একতরফা জিতেছে বাংলাদেশ

শাকিল আহমেদ মিরাজ ॥ টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথমে ৭৯ রানে ও রবিবার দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের বিশাল জয়ে সাবেক দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লজ্জায় ডোবায় মাশরাফি বাহিনী। ক্রিকেটীয় ইতিহাস-ঐতিহ্যে, কুটনীতি-প্রশাসনিক ব্যবস্থা, অর্থ-প্রতিপত্তি সব বিচারেই মোড়ল ভারতের জন্য এটি চরম হতাশার। কষ্ট পাচ্ছেন দেশটির সাবেক তারকারা। পাশাপাশি টাইগারদের প্রশংসা করতেও ভোলেননি সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জেরেকার, ভিভিএস লক্ষণের মতো গ্রেটররা। একাধিক ভারতীয় প্রভাবশালী সংবাদ মাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সাফল্য। ‘দারুণ এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে, ওয়ানডে ক্রিকেটে এখন তারা বিশ্বের অন্যতম পরাশক্তি। দুটি ম্যাচে মাশরাফিদের খেলার ধরন দেখুন, ভারতকে একেবারে দুমড়ে-মুচড়ে দিয়ে একতরফা জয় তুলে নিয়েছে।’ স্থানীয় এনডিটিভিকে দেয়া সাক্ষাতকারে বলেন ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি গাভাস্কার। সাবেক সুপারস্টারের মতে, শেষ হওয়া দুটি ম্যাচে ভারত নয়, বরং বাংলাদেশই সেরাদের মতো খেলছে, যেখানে ন্যূনতম প্রতিরোধ গড়তে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির দল! ‘নিরপেক্ষভাবে বলব, এই মুহূর্তে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক ভাল দল। প্রতিবেশী দেশটির জন্য আমার শুভকামনা থাকল।’ কেবল শুভেচ্ছা নয়, বাংলাদেশ নিয়ে আর ‘বাচ্চা’ বা ‘মওকা, মওকা’ বলে উপহাস করার দিন নেই, সেটিও জোর গলায় উল্লেখ করেন সাবেক অধিনায়ক। দীর্ঘদিন টাইগার ক্রিকেটকে পর্যক্ষেণ করা, এদেশ সফরে আসার অভিজ্ঞতা স্মরণ করে দর্শকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, ‘দেশটির ক্রিকেট আজকের এই পর্যায়ে আসার পেছনে দর্শকদের ভূমিকা সত্যি অনন্য-অসাধারণ। তারা সব সময় বাংলাদেশ দলে সঙ্গে থেকেছেন। পারফর্মেন্স ভাল মন্দ যাই হোক উৎসাহ দিয়ে এসেছেন। ভাল লাগছে এই ভেবে যে, দশর্করা তাদের ভালবাসার প্রতিদান পেতে শুরু করেছেন।’ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ে ইতিহাস সৃষ্টি করেছে টাইগাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানদের দুরন্ত নৈপুণ্যে মুগ্ধ ভারতের ক্রিকেট বোদ্ধা থেকে চলচ্চিত্রাঙ্গনের পরিচিত জন। ভেরি ভেরি স্পেশাল খ্যাত সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ তার টুইটারে লিখেছেন, ‘ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে আমার অন্তস্থল থেকে অভিনন্দন। এমনটা প্রত্যাশিত ছিল, ভারতকে সব বিভাগে বিধ্বস্ত করেছে মাশরাফিরা।’ ক্রিকেট বিশ্লেষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের মন্তব্য, ‘এখানে কোন অজুহাত আছে বলে আমি মনে করি না। আছে কেবল উপলব্ধি ও সাম্মান, অর্জনের পুরোটাই বাংলাদেশর জন্য।’ অভিষেকে টানা দুই ওয়ানডেতে ১১ (৫+৬) উইকেট নিয়ে বিরল রেকর্ড গড়া মুস্তাফিজে মুগ্ধ সঞ্জয় মাঞ্জেরেকার লিখেছেন, ‘নিষ্প্রাণ পিচে প্রথম দুই ম্যাচে পর পর পাঁচ উইকেটÑ অসাধারণ মুস্তাফিজ; লক্ষ্যভেদ করতে ১৯ বছর বয়সী পেসার ঝানু বটে!’ বলিউড অভিনেতা বোমা ইরানির মতে, ‘এখন থেকে বাংলাদেশ আর মিনোজ নয়। সাবাশ টাইগাররা।’ এছাড়া বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, জিম্বাবুইয়ান চার্লস কভেন্ট্রিসহ অনেক সাবেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটার। প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘ভারতের জন্য এরচেয়ে বড় প্রতিশোধ আর হতে পারত না!’ হিন্দুস্তান টাইমসের শিরোনাম, ‘ভারতীয় ক্রিকেটের অহঙ্কারকেই ধুলোয় মিশিয়ে দিল বাংলারা টাইগাররা।’ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরটা ব্যতিক্রম ‘সৌম্য-তামিম, মুস্তাফিজ-তাসকিনরা বুঝিয়ে দিল মওকা-মওকা কী জিনিস!’
×