ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্বিশততম পর্বে আকাশ রঞ্জনের ‘নোয়াশাল’

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ জুন ২০১৫

দ্বিশততম পর্বে আকাশ রঞ্জনের ‘নোয়াশাল’

স্টাফ রিপোর্টার ॥ আকাশ রঞ্জনের রচনায় ও মীর সাব্বিরের পরিচালনায় আরটিভির ‘নোয়াশাল’- নাটকের ২০০তম পর্ব প্রচার হবে আজ। নোয়াখালী এবং বরিশালের আঞ্চলিক ভাষায় রচিত হওয়ায় নাটকটি অতি অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে নাট্যকার আকাশ রঞ্জন জানান, ভাল একজন পরিচালকের সান্নিধ্য পাওয়া একজন নাট্যকারের জন্য আশীর্বাদ। একজন নাট্যকার তার রচিত নাটকে ভাল একজন পরিচালকের ভাবনায় রসবোধসহ অভিনেতা-অভিনেত্রীদের সুনিপুণ অভিনয়ের মাধ্যমে টিভি স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারলেই নাটকটি উপভোগ্য হয়ে উঠে। আমার লেখা নাটক পরিচলনা করছেন মীর সাব্বির ভাই। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নাটকটি নিয়ে দর্শক এ বন্ধু-বান্ধবদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। নাটক রচনায় নিয়মিত হওয়ার চেষ্টা করছি। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা চাই। প্রসঙ্গত, আকাশ রঞ্জনের রচনায় ও শামীম জামানের পরিচালনায় আগামী ঈদ-উল-ফিতরের পরে নির্মিত হবে এটিএন বাংলার মেগা সিরিয়াল ‘আড়াল’। এছাড়া আকাশ রঞ্জন রচিত আরও অনেক নাটক দেশের বিভিন্ন স্যাটেলইট চ্যানেলে প্রচারের পর প্রশংসিত হয়েছে। শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের জন্মবার্ষিকী আজ সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের ছাপাই ছবির পথিকৃৎ, শিল্পগুরু প্রয়াত সফিউদ্দীন আহমেদের ৯৩তম জন্মবার্ষিকী আজ। বরেণ্য শিল্পী সফিউদ্দীন আহমেদ তাঁর সৃজনশক্তি, উৎকর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষার দ্বারা এদেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। শিল্পগুরুর জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বেঙ্গল ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পীদের পক্ষ থেকে শিল্পগুরুর সমাধিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
×