ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্লিন্টের চলচ্চিত্রে টম হ্যাঙ্কস

প্রকাশিত: ০৩:৫৪, ২৩ জুন ২০১৫

ক্লিন্টের চলচ্চিত্রে টম হ্যাঙ্কস

সংস্কৃতি ডেস্ক ॥ এবার দুই মহারথী একত্র হচ্ছেন! শোনা যাচ্ছে, বিখ্যাত পরিচালক ক্লিন্ট ইস্টউডের পরবর্তী চলচ্চিত্রেও অভিনয় করছেন প্রখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস। এ বিষয়ে হ্যাঙ্কসের সঙ্গে ক্লিন্ট এবং ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। জানা গেছে, পরিচালক ক্লিন্টের পরবর্তী চলচ্চিত্র এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে। ২০০৯ সালের ১৫ জানুয়ারি ইউএস এয়ারওয়েজের ‘ফ্লাইট ১৫৪৯’ বিমানটি উড়ন্ত অবস্থায় অসংখ্য পাখির সঙ্গে ধাক্কা খায়। বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এই অবস্থায় বিমানের পাইলট অসামান্য দক্ষতায় বিমানটির জরুরী অবতরণ ঘটান হাডসন নদীতে। বিমানের ১৫৫ জন যাত্রী প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। ‘মির‌্যাকল অন দ্য হাডসন’ নামে পরিচিত এই ঘটনা আর তার নায়ক ক্যাপ্টেন সুলেনবার্গারকে নিয়েই চলচ্চিত্রের পরিকল্পনা করেছেন ক্লিন্ট। এতে ক্যাপ্টেন সুলেনবার্গারের ভূমিকায় দেখা যেতে পারে টম হ্যাঙ্কসকে। ক্যাপ্টেন সুলেনবার্গারের স্মৃতিকথা ‘হাইয়েস্ট ডিউটি : মাই সার্চ ফর হোয়াট রিয়্যালি ম্যাটারস’ কাহিনীর ওপর ভিত্তি করে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন টড কোমারনিকি। তাঁর আগামী চলচ্চিত্র স্টিভেন স্পিলবার্গের ‘ব্রিজ অফ স্পাইজ’। এই মুহূর্তে ‘দ্য ভিঞ্চি কোড’ সিরিজের তৃতীয় কাজ ‘ইনফারনো’ চলচ্চিত্রের শূটিংয়ে ব্যস্ত তিনি।
×