ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘সাইকো’ নাটকের প্রিমিয়ার

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ জুন ২০১৫

‘সাইকো’ নাটকের প্রিমিয়ার

স্টাফ রিপোর্টার ॥ নাটক জীবনের কথা বলে, সময়ের কথা বলে। কিন্তু তার মধ্যেও সীমাবদ্ধতা থাকে। যার পুরোটা নাটকে উপস্থাপন করা সম্ভব হয় না। এ সকল বাধা পেরিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী এক নাটক নির্মাণ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান পেট প্রডাকশন। ‘সাইকো’ নামের ফিকশনধর্মী এ নাটকটি রচনা করেছেন আশ্বাস চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন শুভ আহমেদ। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা শপিং কপ্লেক্সের এক রেস্তোরাঁয় নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পেট প্রডাকশনের কর্ণধার আফজাল খান, নাটকের রচয়িতা আশ্বাস চৌধুরী, নির্দেশক শুভ আহমেদসহ নাটকের অভিনয় শিল্পীরা। শুরুতে কেক কেটে নাটকটির প্রিমিয়ারের শুভ উদ্বোধন করেন আফজাল খান। এরপর পর্দায় নাটকটির প্রমো দেখানো হয়। রাজধানীর খিলগাঁও এবং আফতাব নগরে নাটকটির শূটিং হয়েছে। এটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য করা, তাছাড়া আমাদের দেশের কিছু প্রাইভেট চ্যানেলে প্রচারের কথা চলছে। নাটকটিতে যারা অভিনয় করেছেন তারা হলেন- মৌরী আফরিন, আফজাল খান, বাপ্পি, মুন, আদনান, নিভা, সোনালী খান, নিধিকা চৌধুরী, শামীম আহমেদ, আবু সুফিয়ান প্রমুখ। নাটকে দেখা যায় বন্ধ ঘরে ৬ মাস মায়ের লাশ বন্দী থাকার কথা যখনই মুহিতের চিন্তায় চলে আসে, তখনই সে যেন অন্য জগতের বাসিন্দা হয়ে যায়। খুনের নেশা পেয়ে বসে তাকে। এর রেশ ধরেই সে নিজের গ-িতে বন্ধু-বান্ধবদের সংখ্যা বাড়াতে থাকে। একেক করে বিভিন্ন কৌশলে খুন করতে থাকে তাদের। তবে বিপত্তি টা ঘটে তখনই যখন প্রাইভেট ডিটেকটিভ আফজাল খানের বউকে খুন করে। আফজাল খুনীকে ধরার যত কৌশল আছে কাজে লাগাতে থাকে। এভাবেই এগিয়ে যায় নাকটটি। প্রমো দেখানোর পর বক্তব্য রাখেন পেট প্রডাকশনের কর্ণধার আফজাল খান। তিনি বলেন মূলত বাস্তব জীবনে আমাদের সোসাইটিতে এমন অনেক কিছু ঘটে যার পুরোটা প্রকাশ এই নাটকে থাকবে।
×