ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্ধুর জন্য ব্যথিত মেসি

নেইমার ছাড়া আকর্ষণহীন কোপা!

প্রকাশিত: ০৫:৫৩, ২২ জুন ২০১৫

নেইমার ছাড়া আকর্ষণহীন কোপা!

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার নেইমার চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায় তার কোপা আমেরিকা মিশন শেষ হয়ে গেছে। যে কারণে অনেক ফুটবলবোদ্ধা মনে করছেন, কোপার আকর্ষণও শেষ হয়ে গেছে অনেকাংশে। আর বার্সিলোনা তারকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে না থাকাকে ব্রাজিল ছাড়াও পুরো আসরের অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেলেসাও কোচ কার্লোস দুঙ্গা। সাক্ষাতকারে দুঙ্গা বলেন, নেইমার ফুটবলের জন্য অনেক বড় বিজ্ঞাপন। তার আগমনও একটি আসরের জন্য অনেক কিছু। যারা ফুটবল পছন্দ করে সবাই মাঠে নেইমারকে দেখতে চায়। যেমনটি চায় লিওনেল মেসি, এ্যাঞ্জেল ডি মারিয়া ও এ্যালেক্সিস সানচেজকে। সুতরাং তার অনুপস্থিতি এ আসরকে ক্ষতিগ্রস্ত করবে। স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনায় একে অপরের সতীর্থ মেসি ও নেইমার। দু’জনের বন্ধুত্বও দৃষ্টি কেড়েছে বিশ্ববাসীর। যে কারণে নেইমার নিষিদ্ধ হওয়ায় ব্যথিত হয়েছে আর্জেন্টাইন অধিনায়ক মেসিও। কোপা থেকে নেইমার ছিটকে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন মেসি। গত সপ্তাহে কলম্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণ ও কলম্বিয়ান এক খেলোয়াড়ের গায়ে ইচ্ছাকৃতভাবে বল মারার ঘটনায় নেইমারকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জ্যামাইকার বিরুদ্ধে ম্যাচ শেষে নেইমারকে দেয়া লাল কার্ড নিয়ে কোন মন্তব্য করে বিতর্কে জড়াতে রাজি হননি মেসি। তবে তার বার্সা সতীর্থ নেইমারের ছিটকে পড়ায় তিনি দুঃখ পেয়েছেন বলে নেইমারের প্রতি সমবেদনা জানান। এ প্রসঙ্গে মেসি বলেন, আমি নেইমারের লাল কার্ডের বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। তাকে দেয়া শাস্তি নিয়ে আমার দুঃখ হচ্ছে। সে কোপা আমেরিকার দলের সঙ্গে আর অনুশীলন করতে পারবে না, এটা ভাবতেই খারাপ লাগছে। মেসি আরও বলেন, সে ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি জানি মাঠে তার থাকাটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ব্রাজিল অবশ্য নেইমারের চার ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করার সুযোগ পাচ্ছে। তবে তাতে করে হয়ত নিষেধাজ্ঞাটা কমে চার ম্যাচ থেকে তিন ম্যাচে নেমে আসতে পারে। এতে করেও নেইমার ফাইনালের আগে মাঠে নামতে পারবেন না।
×