ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফয়েজ আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লেখচিত্র’

প্রকাশিত: ০৫:৫০, ২২ জুন ২০১৫

ফয়েজ আহমেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লেখচিত্র’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের জীবন সংগ্রামের ওপর সম্প্রতি নির্মিত হয়েছে শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লেখচিত্র’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ফয়েজ আহমেদ। চলতি মাসের শুরুতে ঢাকার বৌদ্ধমন্দির, টাঙ্গাইলের মধুপুর ও সিলেটের বেশকিছু পাহাড়ী অঞ্চলে চিত্রধারণ করা হয়েছে। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক ফয়েজ আহমেদ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের বেঁচে থাকার যুদ্ধ, শিক্ষা ও সামাজিক অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি শহুরে শিশুদের সঙ্গে তুলনা করে তাদের একটি লেখচিত্র তৈরি করেছি। যার ফলে পাহাড়ী শিশুদের অবস্থানটি আমরা খুব সহজেই অনুমান করতে পারব। তিনি জানান, অভিনয়শিল্পীদের মধ্যে কেউই পেশাদার অভিনয়শিল্পী নয়। তবে তাদের সহজাত আচরণই অভিনয়কে সমৃদ্ধ করেছে। ইনোভেটিভ সিনেমিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটি আসছে আদিবাসী দিবস উপলক্ষে ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় প্রদর্শিত হবে বলে জানান তিনি।
×