ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবনানন্দ দাশের কবিতা নিয়ে নাটক ‘তবুও তো প্যাঁচা জাগে’

প্রকাশিত: ০৫:৪৯, ২২ জুন ২০১৫

জীবনানন্দ দাশের কবিতা নিয়ে নাটক ‘তবুও তো প্যাঁচা জাগে’

সংস্কৃতি ডেস্ক ॥ জীবনানন্দ দাশের ‘আট বছরের আগে একদিন’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক নুরুল ইসলাম সম্প্রতি নির্মাণ করলেন একক নাটক ‘তবুও তো প্যাঁচা জাগে’। ‘আট বছরে আগে একদিন’ কবিতা অবলম্বনে নাটকটি রচনা করেছেন হানিফ পালোয়ান। নাটকের নির্বাহী প্রযোজক ডা. এম এ সাত্তার। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন, মাহমুদুল ইসলাম মিঠু, নাফিজা জাহান, রোমানা স্বর্ণা, মঈনুদ্দিন আহমেদ, সেলিম আহমেদ, আসিফ মোঃ নজরুল প্রমুখ। নাটকটি অতি সত্বরই এটিএন বাংলায় প্রচার হবে বলে জানা গেছে। নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে হতাশ এক যুবকের চরিত্রে। অবচেতনভাবে সবসময় আত্মহত্যা প্রবণতায় ভোগে সে। কিন্তু সচেতনভাবে কখনই সে আত্মহত্যা করতে চায় না। যার ফলে রহস্যজনক মৃত্যু ঘটে মোশাররফ করিমের। এটি আত্মহত্যা, হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু? ঘনীভূত হয় রহস্য। পুরো গল্পটি বেরিয়ে আসে রশিদ নামে একজন চোরের ভবিষ্যত কল্পনার মধ্য দিয়ে। রশিদ একটি ফ্ল্যাটে চুরি করতে এসে মোশাররফ করিমকে মৃত অবস্থায় আবিষ্কার করে। রশিদ একটি ছবির এ্যালবাম খুঁজে পায় এবং এ্যালবামে মোশাররফ করিমের সঙ্গে বিভিন্ন মানুষের ছবি পায়। রশিদ সেই ছবিগুলো বিশ্লেষণ করে নিজের মতো করে একটি গল্প ভাবে। এরকম একটি দ্বন্দ্বমূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তবুও তো প্যাঁচা জাগে’ নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে মধ্য রাতে একটি ফ্ল্যাট বাড়িতে চুরি করতে ঢোকে রশিদ। বিশেষ কৌশলে দরজা খুলে ভিতরে প্রবেশ করে রশিদ। কিছুক্ষণের মধ্যেই রশিদ বুঝতে পারে ফ্ল্যাটটি ফাঁকা। এবার রশিদ নিশ্চিন্ত। চুরি করা বাদ দিয়ে রশিদ টিভি দেখে, ফ্রিজ থেকে খাবার নিয়ে নাস্তা করে এভাবে নিজের মতো করে সময় কাটাতে থাকে। হঠাৎ রশিদের বোধোদয় ঘটে। তার আসল উদ্দেশ্য চুরি করা। এবার রশিদ চুরি করতে উদ্যত হয়। একটি রুমের দরজা খুলে রশিদের চোখ ছানাবড়া। বিছানায় শুয়ে আছে একজন মানুষ। রশিদ পরীক্ষা করে। লোকটি রশিদের পরিচিত। গলায় টেলিফোনের তার পেঁচানো অবস্থায় মৃত বিছানায় পড়ে আছে। লোকাটির নাম রাজ। রশিদ ওয়ায়ড্রব খুলে রাজ ও বিভিন্ন জনের কিছু ছবি পায়। প্রথম ছবিটি রাজের সঙ্গে লাবণীর। এবার রশিদের অলস মস্তিষ্ক গল্প ভাবে রাজ ও লাবণীকে নিয়ে।
×