ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালের তিন উপজেলায় বাড়তি ১০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ

প্রকাশিত: ০৫:৪৬, ২২ জুন ২০১৫

বরিশালের তিন উপজেলায় বাড়তি ১০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রমজানের শুরু থেকে অদ্যাবধি ইফতার, সেহ্রি ও তারাবির নামাজের সময়ে এবং প্রতিদিন দিনে-রাতে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে জেলার তিন উপজেলার লক্ষাধিক বিদ্যুত গ্রাহকেরা। ইতোমধ্যে শনিবার দুপুরে দুই ঘণ্টা পল্লী বিদ্যুতের আগৈলঝাড়ার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার ২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও মাদারীপুরের গ্রীড থেকে গৌরনদীর প্রধান জোনাল অফিসে তিন উপজেলার জন্য বরাদ্দ দেয়া হয় ১২ থেকে ১৪ মেগাওয়াট। অবশেষে গ্রাহকদের দাবির প্রেক্ষিতে রবিবার থেকে পিডিবির মাদারীপুর গ্রিড থেকে তিন উপজেলার গ্রাহকদের চাহিদার বাড়তি ১০ মেগাওয়াট বিদ্যুত বরাদ্দ করা হয়। ফলে এখন থেকে এ তিন উপজেলার গ্রাহকদের বিদ্যুতের ভোগান্তিতে পড়তে হবে না বলে জানিয়েছেন বরিশাল পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার হেম চন্দ্র বৈদ্য।
×