ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোরাচালান ও বিনা টিকিটে ভ্রমণ বন্ধে পশ্চিমাঞ্চল রেলে অভিযান

প্রকাশিত: ০৫:৪৫, ২২ জুন ২০১৫

চোরাচালান ও বিনা  টিকিটে ভ্রমণ বন্ধে  পশ্চিমাঞ্চল রেলে অভিযান

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ রমজান ও ঈদকে সামনে রেখে পশ্চিমাঞ্চল রেলের যাত্রীবাহী আন্তঃনগর, মেইল ও প্যাসেঞ্জার ট্রেনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর বাস্তবায়নে চোরাচালান ও বিনা টিকেটে ট্রেন ভ্রমণ বন্ধ করতে জিআরপি পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) বিভাগের অধীনে ১২টি থানা ও ১৬ পুলিশ ফাঁড়ি এ কাজে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। জিআরপির এ অভিযানে রমজানের তিন দিনে দেড় শতাধিক বিনা টিকেটের যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় ও ১০ লাখ টাকার বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করে। সৈয়দপুর জিআরপি পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, রমজান ও ঈদকে সামনে রেখে দেশের সীমান্তবর্তী জেলাগুলো থেকে পশ্চিমাঞ্চল রেলের আন্তঃনগর, মেইল ও প্যাসেঞ্জার ট্রেনে চোরাচালানি পণ্য পরিবহন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মূলত ট্রেনের যাত্রী সাধারণ চোরাচালানিদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েন। এতে করে যাত্রীরা চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। তাই ট্রেন যাত্রীদের যাত্রা নির্বিঘœ করতে জিআরপি পুলিশ বাহিনী পশ্চিমাঞ্চলের প্রতিটি ট্রেনে চোরাকারবারী ও বিনা টিকেটে ট্রেন ভ্রমণ বন্ধে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।
×