ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বুকিং না হওয়ায় হ্যাচ শ্রমিকদের অবরোধ

প্রকাশিত: ০৫:৪৩, ২২ জুন ২০১৫

চট্টগ্রামে বুকিং না হওয়ায়  হ্যাচ শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে কাজের জন্য বুকিং না পাওয়ায় বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচী পালন করেছে কোস্টার হ্যাচ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত বাংলাবাজার এলাকায় এ কর্মসূচী চলে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী সংগঠন কোস্টার হ্যাচ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানান, শ্রম আদালতের নির্দেশনা সত্ত্বেও লাইটারিং কাজের জন্য কোস্টার হ্যাচ শ্রমিকদের নেয়া হচ্ছে না। ঠিকাদাররা এ বুকিং কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে কর্মহীন অবস্থায় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা। সংগঠনটির পক্ষ থেকে ২০১৩ সালের ৩১ মে সম্পাদিত চুক্তি অনুযায়ী হ্যাচ শ্রমিকদের কাজে নামার দাবি জানানো হয়।
×