ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিসরের অনুরোধে জার্মানিতে আলজাজিরা সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৯, ২২ জুন ২০১৫

মিসরের অনুরোধে জার্মানিতে আলজাজিরা সাংবাদিক গ্রেফতার

আইনজীবীকে নির্যাতনের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কাতারভিত্তিক টেলিভিশন আলজাজিরার এক সাংবাদিককে গ্রেফতার করেছে জার্মানির পুলিশ। আহমেদ মনসুর নামের ওই সাংবাদিকের বিরুদ্ধে মিসরের জারি করা আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জার্মান পুলিশের এক মুখপাত্র। আলজাজিরার আরবি বিভাগে কর্মরত মিসর ও ব্রিটিশ নাগরিকত্বধারী মনসুরকে বার্লিনের তেগেল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দোহা যাওয়ার চেষ্টা করছিলেন। আলজাজিরা জানায়, মিসরের অনুরোধে তাদের একজন সিনিয়র সাংবাদিককে জার্মানিতে গ্রেফতার করা হয়েছে। ২০১১ সালে তাহরির স্কোয়ারে এক আইনজীবীকে নির্যাতনের অভিযোগে গত বছর মনসুরকে ১৫ বছরের কারাদণ্ড দেয় কায়রোর একটি আদালত। তবে আলজাজিরা তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছে। টেলিভিশনটির আইনজীবী সাদ জাবের রয়টার্সকে বলেন, ‘আমরা জানি মিসর কর্তৃপক্ষ আমাদের সাংবাদিকদের হেনস্তা করার ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং এর ধারাবাহিকতায়ই তাকে (আহমেদ মনসুর) গ্রেফতার করা হয়েছে।’ মনসুরকে মিসরের কাছে হস্তান্তরের বিষয়ে আইনী দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জার্মান পুলিশের মুখপাত্র। আলজাজিরা জানায়, মিসরের জারি করা গ্রেফতারি পরোয়ানা এর আগে বিধিসম্মত না হওয়ায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল প্রত্যাখ্যান করেছে। আটক করার সময় রেকর্ড করা এক ভিডিওতে মানসুর এ ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে অভিহিত করে আশা প্রকাশ করেন, শীঘ্রই বিষয়টির সুরাহা হবে। -আলজাজিরা অনলাইন
×