ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে পুঁজিবাজারে লেনদেন কমল

প্রকাশিত: ০৪:৪২, ২২ জুন ২০১৫

রমজানে পুঁজিবাজারে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে লেনদেন সময় ১ ঘণ্টা কমানোর কারণে দেশের পুঁজিবাজারে তার প্রভাব পড়েছে। রবিবার রমজানের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেন সময় কমানোর কারণে একদিনের ব্যবধানেই ডিএসইতে প্রায় ১০০ কোটি টাকা কম লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা জানান, শুধু রমজানে সময় কমানোর কারণেই বাজারে লেনদেন কমেছে তা নয়। গত কয়েকদিন ধরেই লেনদেনে ধীর গতি দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাজারে লেনদেনের পরিমাণ কমেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার কারণে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা মনে করছেন। প্রসঙ্গত, স্বাভাবিক সময়ে দেশের পুঁজিবাজারে ৪ ঘণ্টা লেনদেন হলেও রমজানে লেনদেন হবে ৩ ঘণ্টা। রমজানে প্রতিদিন সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে শেষ হবে বেলা দেড়টায়। অন্য সময়ে লেনদেন শেষ হয় বেলা আড়াইটায়। এদিকে সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। এরপরই আবার সূচক বাড়তে থাকে। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচকটি মোট আগের দিনের চেয়ে মোট ৮.৩৮ পয়েন্ট কমে দিনশেষে দাঁড়ায় ৪ হাজার ৫১১.৪৬ পয়েন্টে। রবিবারে ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের। দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা আর এ কে সিরামিকসের লেনদেন হয়েছে ১৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকা। ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যাল। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ইউনাইটেড এয়ার, সামিট এ্যালায়েন্স পোর্ট, সাইফ পাওয়ারটেক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, এএফসি এগ্রোবায়োটেক, ফ্যামেলিটেক্স, বেক্সিমকো। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, হাক্কানী পাল্প, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট, এএফসি এ্যাগ্রো, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, পেনিনসুলা চট্টগ্রাম, মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার ও রহিম টে´টাইল। দর হারানোর নেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, নদার্ন ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ৭ম আইসিবি, অগ্রণী ইন্স্যুরেন্স, ৫ম আইসিবি, জিকিউ বলপেন, প্রগেসিভ লাইফ ও ইউনাইটেড এয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৭.০৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৪৬৫.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।
×