ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের

প্রকাশিত: ০৮:১২, ২১ জুন ২০১৫

ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টিবিঘিœত শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে তিন উইকেটে হারিয়ে পাঁচ ওয়ানডের সিরিজ ৩-২ এ জিতে নিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড। এরপর বৃষ্টিতে সময় নষ্ট হলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৬ ওভারে ১৯২ রানের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারিত হয়। ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। একপর্যায়ে ৪৫ রানে ৫ উইকেট হারানো ইংলিশদের দুরন্ত জয়ের নায়ক জনি বেয়ারস্টো। ছয় নম্বরে নেমে অপরাজিত ৮৩ রান জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। সিরিজে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি ১১ চার দিয়ে সাজানো। অতিথিদের হয়ে মিচেল স্যান্টনার তিন ও বেন হুইলার নেন দুই উইকেট। এর আগে নিউজিল্যান্ড ফাইটিং স্কোর গড়ে মূলত ওপেনার মার্টিন গাপটিল ও তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের দুটি লড়াকু হাফ সেঞ্চুরির সৌজন্যে। ৭৩ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন কিউইদের বিশ্বকাপ-হিরো গাপটিল। উইলিয়ামসন ৬৫ বলে ৫০-এর সঙ্গে অভিজ্ঞ রস টেইলর ৬৩ বলে ৪৭ ও তরুণ বেন হুইলারের ২৮ বলে অপরাজিত ৩৯ রান উল্লেখ্য। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম মাত্র ৬ রান করে আউট হন। ইংল্যান্ডের হয়ে পেসার বেন স্টোকস ৩, স্টিভেন ফিন, ডেভিড উইলি ও স্পিনার আদিল রশিদ প্রত্যেকে নেন দুটি করে উইকেট।
×