ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০৫, ২১ জুন ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) দ্বিতীয় অধ্যায়:স্বাধীন বাংলাদেশ বহুনির্বাচনী প্রশ্ন: ৪. মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা, নাটক ও অন্যান্য অনুষ্ঠান যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের- র) সাহস জুগিয়েছে রর) শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করেছে ররর) মনোবল ভেঙ্গে দিয়েছে। নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, ররও ররর ৫.যুদ্ধবিধস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নেয় কোন সরকার? ক) বঙ্গবন্ধু সরকার খ) সামরিক সরকার গ) অস্থায়ী সরকার ঘ) মোশতাক সরকার ৬.বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি শাসনব্যবস্থা প্রবর্তন করা হয় কীভাবে? ক) ১৯৬৬ ছয় দফার ভিত্তিতে খ) ১৯৭০ এর নির্বাচনের ভিত্তিতে গ) ১৯৭১ এর ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দ্বারা ঘ) সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের অনুচ্ছেদটি ্পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : মুক্তিযুদ্ধে সালাম সাহেব সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। যুদ্ধের পূর্বে তিনি পেশাগত জীবনে চিত্রশিল্পী ছিলেন। সুন্দর ছবি আঁকায় তিনি মগ্ন থাকতেন ৭. মুক্তিযুদ্ধে সালাম সাহেব কাদের প্রতিনিধিত্ব করেন? ক) দিনমজুরের খ) প্রবাসি বাঙালিদের গ) পেশাজীবীদের ঘ) শিক্ষকদের ৮.উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশ নেয়- র) প্রত্যক্ষ ভাবে রর) পরোক্ষভাবে ররর) খালি হাতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, ররও ররর ৯. ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের সরকার বিরাজমান ছিল? ক) গণতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক গ) রাজতান্ত্রিক ঘ) সামরিক ১০. বাংলাদেশের ইতিহাসে প্রথম কবে অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে? ক) ৯৯৭৫ সালে খ) ১৯৭৬ সালে গ) ২০০৭ সালে ঘ) ২০০৮ সালে ১১.অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্যে বঙ্গবন্ধু সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিল তা হলোÑ র) অর্থনৈতিক পাঁচশালা পরিকল্পনা গ্রহণ রর) কৃষি জমির খাজনা মওকুক করা ররর) গণ পরিষদ গঠন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও : ১২. প্রধান সামরিক আইন প্রশাসক ‘ক’ বলতে কাকে বোঝানো হয়েছে? ক) খন্দকার মোশতাক খ) বিচারপতি আবদুস সাত্তার গ) জেনারেল জিয়াউর রহমান ঘ) জেনারেল এরশাদ ১৩.উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ এর সাদৃশ্য হলোÑ র) সেনাবাহিনীর জেনারেল ছিলেন রর) নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেছিলেন ররর) রাজনৈতিক দল গঠন করেছিলেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৪.জাতীয় শিশুনীতি ২০১১ অনুযায়ী শিশু কারা? ক) ১৮ বছরের কম বয়সী ব্যক্তি খ) ১৫ বছরের কম বয়সী ব্যক্তি গ) ১৩ বছরের কম বয়সী ব্যক্তি ঘ) ১২ বছরের কম বয়সী ব্যক্তি ১৫.বাংলাদেশে পুনরায় গণতান্ত্রিক ধারা চালু হয় কবে? ক) ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর খ) ১৯৯০সালের ৩০ ডিসেম্বর গ) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি ঘ) ১৯৯১ সালের ৩০ মার্চ ১৬.সেনাবাহিনীর চীফ অব স্টাফ  প্রধান সামরিক আইন প্রশাসক রাষ্ট্রপতি, এ ধারাবাহিকতা লক্ষ্য করা যায়Ñ র) ব্রিগেডিয়ার খালেদ মোশারফের মধ্যে রর) জেনারেল জিয়ার মধ্যে ররর) জেনারেল এরশাদের মধ্যে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত তথ্য হলো- র) ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত হয় রর) নির্বাচনে বিএনপি ১৪৬ টি আসন লাভ করে ররর) তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ১৮, ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : ‘জোটবদ্ধ রাজনীতি ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এক বক্তা বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে দেখা যায় নির্বাচনে অংশ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়েছে। আবার সরকারবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেও রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়েছে। শুধু তাই নয়, জোটগুলো মিলেও অনেক সময় একটি জোট গঠিত হয়েছে।
×