ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যবসায় উদ্যোগ

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৮:০৪, ২১ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

বহুনির্বাচনি প্রশ্ন : ১। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কতভাগ লোক গ্রামে বাস করে? ক) ৫০ ভাগ খ) ৬০ ভাগ গ) ৭০ ভাগ ঘ) ৮০ ভাগ ২। হাফিজুর রহমান করলার পাশাপাশি কিসের চাষ করেন? ক) নানান রকম চালের খ) নানান রকম আলুর গ) নানান রকম সবজির ঘ) নানান প্রকার ডালের ৩। সানজিদা কোথা থেকে প্রশিক্ষণ নেন? ক) প্রাইভেট প্রতিষ্ঠান থেকে খ) তার বড় ভাইয়ের কাছ থেকে গ) যুব উন্নয়ন থেকে ঘ) অন্যের প্রতিষ্ঠানে চাকরি করে ৪। নট্রামস কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ক) যোগাযোগ খ) শিল্প গ) শিক্ষা ঘ) মহিলাবিষয়ক ৫। কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন র) জ্ঞান রর) দক্ষতা ররর) প্রশিক্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর ক) র ও ররর ক) রর ও ররর ক) র, রর ও ররর ৬) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন ২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে ক) ৬ লক্ষ খ) ১৬ লক্ষ গ) ২৬ লক্ষ ঘ) ৩৬ লক্ষ নিচের অুনচ্ছেদটি পড়ো এবং ৭-৯ নং প্রশ্নের উত্তর দাও : জনাব শাকিল একজন বেকার যুবক। যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় তিনি একটি মোটর গাড়ি মেরামত কারখানা দেন। তার প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হওয়ায় তিনি দুজন কর্মচারী রাখলেন। তার কর্মচারী দুজন তার মতো কাজে পারদর্শী নয়। ৭। যুব উন্নয়ন অধিদপ্তর জনাব শাকিলকে র) প্রশিক্ষণ প্রদান করে রর) আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে ররর) ঋণ সহায়তা প্রদান করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর ক) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮) শাকিলকে তার কর্মচারীদের কাজে পারদর্শী করার জন্য কী করা উচিত? ক) প্রশিক্ষণ খ) উৎসাহ গ) বেশি বেতন ঘ) শাস্তি ৯। শাকিলের কর্মচারী দুজনের কর্মসংস্থানকে কী বলা যায়? ক) চাকরি খ) আত্মকর্মসংস্থান গ) ব্যবসায় ঘ) প্রশিক্ষণ ১০। আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে র) বৃত্তিমূলক শিক্ষাকে রর) কারিগরি শিক্ষাকে ররর) কর্মমুখী শিক্ষাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর ক) রর ও ররর ঘ) র, রর ও ররর ১১। আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তির কী বৃদ্ধি পেয়েছে? ক) ব্যক্তি মর্যাদা খ) সামাজিক মর্যাদা গ) ব্যক্তির দায় ঘ) সামাজিক দায় ১২। কোনটি বাঁশ বা কাঠ থেকে তৈরি করা যায়? ক) প্যাড খ) ম্যাট গ) প্রিন্টিং দ্রব্য ঘ) টুথ পিক ১৩। কোন পুঁজির অভাবে বাংলাদেশের অনেক শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে? ক) চলতি খ) স্থায়ী গ) নিজস্ব ঘ) ঋণ ১৪। প্রশিক্ষণ দ্বারা বৃদ্ধি পায়- র) কর্মদক্ষতা রর) জ্ঞান ররর) যোগ্যতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর ক) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৫। আত্মকর্মসংস্থান ব্যবসায় সফলতা বা ব্যর্থতা অনেকাংশে কিসের ওপর নির্ভর করে? ক) উপযুক্ত ক্ষেত্র নির্বাচন খ) অধিক বিনিয়োগ গ) কম পরিশ্রম ঘ) দক্ষ কর্মী নির্বাচন উত্তর : ১.ঘ ২.গ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.গ ৭.ঘ, ৮.ক ৯.ক, ১০.ঘ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.ক
×