ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশিত: ০৭:১৯, ২১ জুন ২০১৫

যবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। হিন্দু ধর্মাবলম্বী ওই ছাত্রী কোতয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ শুক্রবার রাতে তা মামলা হিসাবে রেকর্ড করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয়ে ভাইস-চান্সেলর (ভিসি) প্রফেসর ড. আব্দুস সাত্তার জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে ওই ছাত্রীর দেয়া অভিযোগে তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটি। কমিটির ওপর আস্থা না পেয়ে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী মামলা করতে পারে। শনিবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থী পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রথম সেমিস্টারে লেখাপড়া করেন। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকায় বাড়িতে ভাড়া থাকেন। ওই বিভাগের সহকারি প্রফেসর সৈয়দ মাহফুজ আল হাসান (২৭) থাকেন শহরের পুরাতন কসবা ঘোষপাড়া জামে মসজিদের পেছনে। তিনি দিনাজপুর সদর উপজেলার বিরল গ্রামের সৈয়দ মহাসিন আল মুলকের ছেলে। মুন্সীগঞ্জে ফ্রি সেটার ডে ক্লিনিকের যাত্রা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরের মাঠ পাড়ায় ফ্রি সেটারডে ক্লিনিক আনুষ্ঠানিক যাত্র শুরু করেছে। জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ও আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এ্যাডভোকেট নুরুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। ১৯৭০ সালে দু’পালার্মেন্ট মেম্বার হামিদুর রহমান এবং ৮নং সাব সেক্টর কমান্ডার জামাল উদ্দিন চৌধুরীর স্মরণে এই ক্লিনিকটি পরিচালনা করছে মুন্সীগঞ্জ এপেক্স ক্লাব। এটির উদ্যোক্তা এ্যাডভোকেট আর্শেদউদ্দিন চৌধুরী। সংগঠনটির সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে এই উপলক্ষে সার্কিট হাউস মিলনায়তনে বৃক্ষ, রিক্সা চালকদের মাঝে রেইন কোর্ট এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
×