ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় একটি সেতুর অভাবে কয়েক হাজার মানুষের দুর্ভোগ

প্রকাশিত: ০৭:১৬, ২১ জুন ২০১৫

ভালুকায় একটি সেতুর অভাবে কয়েক হাজার মানুষের দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২০ জুন ॥ ভালুকা উপজেলার মেদুয়ারী, ডাকাতিয়া ও মল্লিকবাড়ী ইউনিয়নের ত্রি-সীমানা ঘেঁষে বয়ে যাওয়া খিরু নদীর ভয়রাটেক ঘাট। ঘাটের দুই পাশের বসবাসরত হাজার হাজার মানুষ একটি ব্রিজের জন্য বছরের পর বছর ধরে আশায় বুক বেঁধে থাকলেও তাদের দুঃখ দুর্দশার দিকে আজও কেউ ফিরে তাকায়নি। প্রতি বছর নিজেদের উদ্যোগে তৈরি বাঁশের সাঁকো দিয়ে চলছে তাদের যাতায়াত। নদীর উত্তর পারের গ্রামগুলোতে প্রচুর পরিমাণের ধান ও সবজি উৎপাদন করে স্থানীয় কৃষকরা। যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। ধান ও সবজি নিজ উদ্যোগে বহু কষ্টে নদী পার করে মল্লিকবাড়ী বাজারে এনে বিক্রি করতে হয়। সাঁকো দিয়ে ২টি হাইস্কুল ১টি কলেজ, ৩টি দাখিল মাদ্রাসা ও ১টি মহিলা মাদ্রাসায় প্রতিদিন শত শত ছাত্রছাত্রী বহু কষ্ট করে আসা যাওয়া করে। এতে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা শিকার হতে হয়। বিশেষ করে অসুস্থ ও গর্ভবতী মায়েদের চলাচলে অমানবিক দৃশ্যের সৃষ্টি হয়। ওই ঘাটে দুপাশের লোকের যেন প্রতিদিন নদী পার হতে যেন যুদ্ধে লিপ্ত হয়। খুলনায় পনেরো দিনব্যাপী বৃক্ষমেলা শুরু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘পাহাড়, সমতল, উপকূলে, গাছ লাগাই সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। খুলনা জেলা প্রশাসন, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনা যৌথভাবে এই মেলা আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সার্কেলের বন সংরক্ষক ড. সুনীল কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. মলিক আনোয়ার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে খুলনা নার্সারি মালিক সমিতির সভাপতি বদরুল আলম বক্তৃতা করেন।
×