ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রান্ড এ্যাম্বাসেডার বিদ্যা বালান

প্রকাশিত: ০৭:১৩, ২১ জুন ২০১৫

ব্রান্ড এ্যাম্বাসেডার বিদ্যা বালান

সংস্কৃতি ডেস্ক ॥ সমগ্র বলিউড এক সময় তার ‘স্টাইল’ নিয়ে কটাক্ষ করেছে। কিন্তু ‘পরিণীতা’ বিদ্যা বালান তাতে কখনই কান দেননি। ভাগ্যিস! না হলে ওয়ার্ল্ড এথনিক ডে তে এই বিদ্যাকে দুনিয়া পেত কোথা থেকে! ভারতের এক অন্যতম অনলাইন মার্কেটিং সংস্থা তাদের এথনিক সাজ সরঞ্জামের জন্য ববি জাসুসখ্যাত এই তারাকাকে তাদের ব্র্যান্ড এ্যাম্বাসেডার’ নির্বাচন করেছে। এ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা মনোজ গুপ্ত বলেন, বিদ্যা বালান দৈনন্দিন জীবনের এক জলজ্যান্ত ঐতিহ্যবাহী। বিশ্বজুড়ে এই দিনটি পালন করার অর্থ, আমরা আমাদের শিকড় এখনও ধরে রেখেছি। নানা অনুষ্ঠানে নায়িকাকে বেশিরভাগ সময়ই শাড়ি পরেই দেখা গিয়েছে। তারই রেশ টেনে ডার্টি পিকচার চলচ্চিত্রের সিল্কখ্যাত অভিনেত্রী এ ধরনের কাজে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত। দেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করার এই পদক্ষেপকে তিনি সাদরে অভিনন্দন জানিয়েছেন। এদিকে বিদ্যা বালান এবং ইমরান হাশমি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘হামারি আধুরি কাহানী’ ভাল চলেনি। তাতে কি। থেমে নেই বিদ্যার মিশন। সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়ে আলোচিত বিদ্যা বালান। নিজের সঙ্গে মানান সই চরিত্র ছাড়া অভিনয় করেন না বলেই সবাই তাকে একটু তোয়াজ করেই চলে। বরিশালে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্বনামধন্য শিল্পী স্বর্গীয় মানিক লাল সাহার ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। শিশু একাডেমির অধ্যক্ষ বাবুল সোমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটির উপজেলা সভাপতি তাজবিরুল মহসিন বাবুল, সঙ্গীত শিল্পী গোবিন্দ লাল সাহা, সহকারী শিক্ষা অফিসার নাদিরা পারভীন, পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মানিক লাল সাহার পুত্র রাজা রাম সাহা। বক্তব্য রাখেন প্রতিযোগিতার বিচারক জহিরুল হক স্বপন, ডলি রানী বণিক, নাট্য পরিচালক মনোয়ার হোসেন, বন্ধুসভার সভাপতি বেলাল হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় শিশু একাডেমিসহ ১০টি স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
×