ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার লীগ ফুটবলের মধ্যবর্তী দলবদল সম্পন্ন

প্রকাশিত: ০৭:০৩, ২১ জুন ২০১৫

প্রিমিয়ার লীগ ফুটবলের মধ্যবর্তী দলবদল সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৬ জুন থেকে মাঠে গড়াবে ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা। এ উপলক্ষে শনিবার শেষ হয়েছে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যবর্তী দলবদলের আনুষ্ঠানিকতা। বাফুফের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মধ্যবর্তী দলবদলে বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছেন ২৩ ফুটবলার। এদের ১৭ জনই বিদেশী। বাকি ৬ জন বাংলাদেশী। এরা হলেনÑ শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডে নাইজিরিয়ার আবদুল্লাহি মুসা; আবাহনী লিমিটেডে নাইজিরিয়ার সানডে চিজোবা নোয়াদিয়ালু, গাম্বিয়ার আবদু দারবোয়ে; বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে গিনির ভাসেবা তুরে, বাংলাদেশের মনোয়ার হোসেন (আরামবাগ ক্রীড়া সংঘ থেকে); মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে ক্যামেরুনের ইয়োনটা মাইকেল ও ব্লাঙ্কচার্ড বেলিঙ্গা আমবারা; শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডে ক্যামেরুনের জ জুলস ইকাঙ্গা, বসনিয়ার দামির ইবরিক; টিম বিজেএমসির ক্যামেরুনের বাইবেক ফমবাগনে এসায়ে, নাইজিরিয়ার এলিটা কিংসলে ওশিয়োখা ও বাংলাদেশের মেহেদী হাসান রয়েল (বাড্ডা জাগরণী সংসদ থেকে); চট্টগ্রাম আবাহনী লিমিটেডে নাইজিরিয়ার চুকা চার্লস উনোনেমে, আগবুলু ইনালেগউ, ক্যামেরুনের ইয়োকো সামনিক স্টিভ থমাস, গিনির সিলিয়া মোহামেদ লামিনে, বাংলাদেশের এসকে নাহিদ উদ্দিন (মুক্তিযোদ্ধা থেকে) ও চৌরমিন রাখাইন (মুক্তিযোদ্ধা থেকে); ফেনী সকার ক্লাবে বাংলাদেশের গোলাম মোস্তফা তোয়ান (মুক্তিযোদ্ধা থেকে); রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে, গিনির লামিনে চামারা, নাইজিরিয়ার ডেভাইন লাকি এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবে নাইজিরিয়ার আনওয়ানা ডেভিড উদোহ্ ও বাংলাদেশের পাশবন মোল্লা (নিজস্ব খেলোয়াড়)। মিলনের মৃত্যুতে বাফুফের শোক স্পোর্টস রিপোর্টার ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ইস্ট এ্যান্ড ক্লাবের সদস্য, ডামফার সাবেক সদস্য আব্দুল্লাহ্ আল মামুন মিলন (৫২) শুক্রবার রাতে ঢাকার সোহ্রাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর খিলগাঁও ঈদগাহ্ মসজিদে মরহুমের জানাজা শেষে খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়। মিলনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
×