ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবর্তন চাচ্ছেন কোচ ক্রুইফ

প্রকাশিত: ০৬:৫৯, ২১ জুন ২০১৫

পরিবর্তন চাচ্ছেন কোচ ক্রুইফ

স্পোর্টস রিপোর্টার ॥ নানা জল্পনা-কল্পনা শেষে অবশেষে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে লোডভিক ডি ক্রুইফ এবং ক্রিস্টিয়ান শোয়েচলারের ক্ষেত্রে। জাতীয় ফুটবল দলের জন্য এই দুই ডাচ্ এবং জার্মান কোচকে রেখে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দুই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি মোটে এক পয়েন্ট। তারপরও ক্রুইফের অধীনে জাতীয় দল যেভাবে ইতিবাচক ফুটবল খেলেছে, তাতে সন্তুষ্ট বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। জাতীয় দলের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার পার্থে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে ক্যাম্প কবে শুরু হবে তা এখনও স্থির হয়নি। তবে দলে যে পরিবর্তন আসবে সে ইঙ্গিত দিয়ে গেছেন জাতীয় দলের প্রধান প্রশিক্ষক ক্রুইফ। অতীতে দেখা গেছে, জাতীয় দলের বেশিরভাগ বিদেশী কোচই দলের খেলোয়াড়দের কাছে সেভাবে জনপ্রিয় হতে পারেননি, যেটা পেরেছেন ক্রুইফ। তবে দলে টিকে থাকতে হলে প্রিয় শিষ্যদের কোন রকম দয়া করবেন না ক্রুইফ। ফর্ম-ফিটনেস ধরে রাখতে না পারলে সোজা বাদ! দেশে ফেরার আগে ক্রুইফ স্পষ্টই জানিয়ে গেছেন, ‘সেরা খেলোয়াড়টাকেই বাছাই করব জাতীয় দলের জন্য। যদি সেটি না করি তবে আমার চেয়ে বড় বোকা আর কেউ নেই!’ সেই সঙ্গে দলে পরিবর্তন আসছে, জানিয়ে গেছেন তাও, ‘ছেলেরা ভাল খেলছে ঠিকই। তারপরও শেষ সময়ে গোল হজম করতে হচ্ছে। এটা নিয়েই আমি দারুণ উদ্বিগ্ন। এ সমস্যা কাটাতে অনেক খাটতে হবে।’ দলের একাধিক ফুটবলার অসুস্থ এবং আহত। তাদের প্রসঙ্গে ক্রুইফের ভাষ্য, ‘মিশু ইনজুরিতে। ডিফেন্ডার নাসিরেরও একই অবস্থা। জাহিদের মতো একজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে অসুস্থতার জন্য খেলাতে পারিনি। এদের ইনজুরি সমস্যা না কাটলে তো বিকল্প চিন্তা করতেই হবে।’ দলের ফরোয়ার্ড লাইন? ‘এ পজিশনটা নিয়েও বেশ চিন্তিত আছি। গত দুই ম্যাচে এমিলির পারফরম্যান্স দেখে গ্যালারির দর্শকরা গোস্বা হয়েছেন। বেশ মুটিয়ে গেছে এমিলি। প্রতিপক্ষের বক্সে বল পেয়েও অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। তার খেলার ধরন দেখে মনে হয়েছে ও যেন নড়াচড়াই করতে পারছে না। ফিটনেসের ঘাটতি স্পষ্ট।’ এমিলি সম্পর্কে সরাসরি আর কিছু না বললেও ক্রুইফ আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, এখনও এমিলির বিকল্প না থাকায় বাধ্য হয়েই তাকে মাঠে নামাচ্ছেন তিনি। আগামী ১ আগস্ট ফিরে এসে নতুন করে দল নিয়ে ভাববেন বলে জানান ক্রুইফ।
×