ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ফান্ডের সম্পদ মূল্য ঘোষণা

প্রকাশিত: ০৬:৪৫, ২১ জুন ২০১৫

প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ফান্ডের সম্পদ মূল্য ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্পদ মূল্য ঘোষণা করেছে প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ড। গত বৃহস্পতিবারের হিসাব অনুসারে মোট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে টাকা ২০ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ২৬ এবং বাজার মূল্য অনুসারে টাকা ১৮ কোটি ৯৫ লাভ ৮১ হাজার ৪৭৪ সকল সম্পদ ও দায় নিষ্পত্তির পর প্রতি ইউনিটে ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে নীট সম্পদ মূল্য ক্রয় মূল্য অনুসারে টাকা ১১৩.০৭ এবং বাজার মূল্য অনুসারে টাকা ১০২.৬৭ নির্ধারণ করা হয়েছে। প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ড এর ইউনিট সার্টিফিকেট এর প্রতিটি ইউনিট বিক্রয় এবং পুন:ক্রয়ের জন্য যথাক্রমে ১০১ টাকা এবং ৯৮ টাকা নির্ধাারণ করা হয়েছে যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত কার্যকর হবে। ন্যাশনাল লাইফের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে সমাপ্ত জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।
×