ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনে ৪০ লাখ কোটিপতি

প্রকাশিত: ০৬:৫০, ২০ জুন ২০১৫

চীনে ৪০ লাখ কোটিপতি

চীনে ৪০ লাখ কোটিপতি পরিবার রয়েছে। ২০১৪ সালে পরিচালিত জরিপ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনই সবচেয়ে বেশি ধনীর বসবাসরত ধনীর দেশ। দেশটির শেয়ারবাজারে ব্যাপক চাঙ্গাভাব বজায় থাকায় ধনীদের সংখ্যা বেড়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে চীনে ধনীর সংখ্যা ১০ লাখ বেড়েছে। এক্ষেত্রে এক বছরের মধ্যে ধনীদের সংখ্যা বৃদ্ধির এ হারের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেল চীন। দেশটিতে শত কোটি সম্পদ রয়েছে এমন পরিবার এক হাজার ৩৭টি। চীনে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, জনগণ স্থানীয় শেয়ারবাজারে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। গত বছর সূচকের দিক থেকে এশিয়ায় সবচেয়ে ভালো পারফরমার ছিল দ্য বেঞ্চমার্ক সাংহাই কম্পোজিট। অবশ্য গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কোটিপতি পরিবারের সংখ্যা ছিল ৭০ লাখ। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×