ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেইমারের আচরণে হতাশ রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২২, ২০ জুন ২০১৫

নেইমারের আচরণে হতাশ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। আর ফেবারিট হিসেবেই এবার এই টুর্নামেন্টে খেলতে নামে ব্রাজিল। জয় দিয়ে শুরু করে তার প্রমাণও রেখেছিল কার্লোস দুঙ্গার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের স্বাদ পায় কলম্বিয়া। শুধু তাই নয়, সেই ম্যাচে লাল কার্ড পান সেলেসাওদের সেরা তারকা নেইমার। যা এখন বিশ্বফুটবলেরই আলোচিত বিষয়। আর বার্সিলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের এমন আচরণে চরম বিরক্ত দেশটির সাবেক কিংবদন্তি তারকা রোনাল্ডো। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শেষে প্রতিপক্ষের খেলোয়াড়কে মাথা দিয়ে খোঁচা মারেন নেইমার। তারই শাস্তি হিসেবে লালকার্ড দেখেছেন নেইমার। আর সাবেক সান্তোস তারকার এমন ব্যবহারে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন রোনাল্ডো। এ বিষয়ে ব্রাজিল অধিনায়ক নেইমারের ওপর রীতিমতো ক্ষেপে যান তিনি। নেইমারের এই আচরণের তীব্র সমালোচনা করে রোনাল্ডো বলেন, ‘কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমার খুবই আক্রমণাত্মক ছিল। ব্রাজিলের জার্সি গায়ে এমন আচরণ করাটা তার শোভন হয়নি।’ এমন আচরণের শাস্তিটা কী? ভক্ত-অনুরাগীদের মনে ঘটনার পর থেকেই সংশয় দেখা দেয়। এদিকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দুই ধরনের সিদ্ধান্তের কথা জানায় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল)। প্রথমে জানানো হয়, দুই ম্যাচের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নেইমার। পরে বিবৃতি দিয়ে জানায়, দুই ম্যাচ নয়, সাময়িক নিষেধাজ্ঞাটি আসলে এক ম্যাচের। তবে শুক্রবার পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। এদিন রাতেই কনমেবলের শৃঙ্খলা কমিটির বৈঠকেই জানিয়ে দেয়া হবে নেইমারের শাস্তির মেয়াদ। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দুটো হলুদ কার্ড দেখেন নেইমার। যে কারণে স্বাভাবিকভাবেই ?এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতেন তিনি। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের শেষে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখায় জোরালো প্রশ্ন ওঠে, নেইমারের শাস্তি কী হতে যাচ্ছে। নেইমারের দুটো হলুদ কার্ড নিয়েই ব্রাজিলের প্রশ্ন আছে। পেরুর বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে হলুদ কার্ড দেখানো হয় ফ্রি কিকের সময় রেফারির দেয়া ভ্যানিশিং স্প্রের দাগ হাত দিয়ে মুছে ফেলায়। কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচে ‘ইচ্ছাকৃত’ হ্যান্ডবলের জন্য দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। আর এভাবে হলুদ কার্ড পেয়ে বিরক্ত নেইমারও। প্রতিক্রিয়ায় ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, ‘জানি না সব সময় কেন নিয়মগুলো আমার বিরুদ্ধেই যায়। বলটা আমি ইচ্ছা করে হাতে লাগাইনি, ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই এসে লেগেছিল। এই ম্যাচে এমন একজন রেফারিকে রাখা হয়েছিল যিনি এসব অহেতুক কারণে বাঁশি বাজিয়ে গেছেন। এদিন অবশ্য দলও ভাল খেলেনি।’
×