ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিকে গেলেন কোচ ক্রুইফ-শোয়েচলার

প্রকাশিত: ০৭:০৭, ১৯ জুন ২০১৫

টিকে গেলেন কোচ ক্রুইফ-শোয়েচলার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বুধবার জনকণ্ঠের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছিলেন জাতীয় দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ এবং গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলারের কাজে এবং জাতীয় দলের পারফর্মেন্সে তিনি সন্তুষ্ট। তাই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই দুই কোচের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী তিনি। বৃহস্পতিবার সালাউদ্দিনের সেই আগ্রহ রূপ পেল বাস্তবে। এই দুই কোচের (ডাচ্ এবং জার্মান) সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর তাদের চুক্তি নবায়ন করা হয়েছে। চুক্তি অনুযায়ী ক্রুইফ-শোয়েচলার আরও এক বছর জাতীয় দলের হয়ে কাজ করবেন। আপাতত কোচিং স্টাফে কোন পরিবর্তন না এনে বরং প্রয়োজনে আরও স্টাফ যুক্ত করবে বাফুফে। আগামী সেপ্টেম্বরের আগে জাতীয় দলের কোন খেলা নেই। তাই আপাতত ক্রুইফ নিজের দেশে ফিরে যাচ্ছেন। জানা গেছে, আগামী ১ আগস্ট আবার তিনি ঢাকায় ফিরবেন। ফিরেই ফের মামুনুলদের দায়িত্ব বুঝে নেবেন। তবে শোয়েচলার ঢাকাতেই থেকে যাবেন। তাকে বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজে লাগাতে চাইছে বাফুফে। শোয়েচলারকে কাজে লাগাতে চায় শেখ জামাল ধানম-ি ক্লাব। এতে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন সালাউদ্দিন, ‘শুধু জামাল নয়, শোয়েচলারকে চাইলে দেশের যে কোন ক্লাবই কাজে লাগাতে পারে। তাতে ক্লাবগুলো ভাল করলে লাভটা আমারই। কেননা সেখান থেকেই আমার জাতীয় দলের খেলোয়াড়গুলো আসে।’ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেছেন সালাউদ্দিন। তবে একটি বিষয়ে আবার অসন্তুষ্টও তিনি, ‘দুই ম্যাচে আমরা যে চারটি গোল খেয়েছি তার সবই নিজেদের সামান্য ভুলের কারণে। বিশেষ করে তাজিকিস্তানের সঙ্গে ম্যাচে ১ গোলে এগিয়ে থাকার পর যে দুই-তিনটি সুযোগ পেয়েছিলাম সেগুলো কাজে লাগাতে পারলেই ২-৩ গোলে ম্যাচ জেতা সম্ভব হতো।’ বৃহস্পতিবার দুই কোচের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক হয় সালাউদ্দিনের। তাজিকিস্তানের সঙ্গে ম্যাচে জাতীয় দলের খেলা দেখে সালাউদ্দিনের মনে হয়েছে এই দলের মাধ্যমে দেশের ফুটবলের ভবিষ্যত আছে। তবে ভাল খেলেও শেষ মিনিটে গোল খাওয়াটা হতাশাজনক। এই ভুলগুলো শোধরাতে হবে। তিনি বলেন, ‘এ দলে যুবদলের ৭-৮ খেলোয়াড় খেলে। তাই মনে হচ্ছে দেশের ফুটবলের ভবিষ্যত আছে। আর এ কারণে আমি এই কোচদের থাকতে বলেছি।’ আগামী ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের এ্যাওয়ে ম্যাচ খেলবে। এর আগে মালয়েশিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজনের চেষ্টা করবেন বলে জানান সালাউদ্দিন। তার পরবর্তী লক্ষ্য সাফের শিরোপা জেতা। চুক্তি নবায়নের পর ক্রুইফের অনুভূতি, ‘আগামী এক বছরে আমাদের ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট রয়েছে। লক্ষ্য থাকবে বেশি ম্যাচ জেতা। সাফে ভাল ফল চাই। একজন কোচ হিসেবে বাস্তবতা বিবেচনা করে সেই অনুযায়ী পরিকল্পনা করব। গত ম্যাচে দর্শক দেখেছে আমরা কোয়ালিটির ফুটবল উপহার দিয়েছি।
×