ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিনশেষে। টানা তিন জয়ে গ্রুপ সেরা ব্রাজিল

প্রকাশিত: ০৭:০৭, ১৯ জুন ২০১৫

দ্বিতীয় দিনশেষে। টানা তিন জয়ে গ্রুপ সেরা ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন জয়ে ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবলে গ্রুপ সেরা হয়েছে ব্রাজিল। বুধবার ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের মেয়েরা ১-০ গোলে পরাজিত করে কোস্টারিকে। ফলে গ্রুপে পুরো ৯ পয়েন্ট নিয়েই সেরা ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের শেষ দিকে গোল পায় ব্রাজিল। ৮৩ মিনিটে ফার্নান্ডেসের গোলে শেষ পর্যন্ত দলটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে। আগামী রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। পরশু প্রি-কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। অন্য ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-সুইডেন, চীন-ক্যামেরুন, ফ্রান্স-দক্ষিণ কোরিয়া, কানাডা-সুইজারল্যান্ড, নরওয়ে-ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র-কলম্বিয়া ও জাপান-হল্যান্ড। এখন ব্রাজিল ও অস্ট্রেলিয়ার প্রি-কোয়ার্টার ম্যাচ ঘিরেই যত আলোচনা। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। এবারের আসরের ফেবারিট দল হিসেবেই খেলছে সেলেসাওরা। টুর্নামেন্টের শুরু থেকে খেলছেও ঠিক সেভাবে। ‘ই’ গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতেই প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে যায় তারা। তবে ব্রাজিলকে নিয়ে মোটেও চিন্তিত নয় অস্ট্রেলিয়ার মেয়েরা। বিশেষ করে দেশটির কোচ এ্যালেন স্ট্যাজসিচ ব্রাজিলের বিপক্ষে জিতে শেষ আটে জায়গা করে নিতে দারুণ আশাবাদী।
×