ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জ সিটি মেয়রের বিরুদ্ধে মানববন্ধনে নাটকীয়তা ॥ বিব্রত নেতাকর্মীরা

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ জুন ২০১৫

না’গঞ্জ সিটি মেয়রের  বিরুদ্ধে মানববন্ধনে  নাটকীয়তা ॥  বিব্রত নেতাকর্মীরা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৮ জুন ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে বিভিন্ন ব্যানারে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। সিটি কর্পোরেশনের সামনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াই ঘণ্টা এ মানববন্ধন কর্মসূচী চলে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানপন্থী নেতাকর্মী। একপর্যায়ে মেয়র ডাঃ আইভী তার অফিস থেকে বেরিয়ে এসে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত হলে এক নাটকীয়তার সৃষ্টি হয়। এ সময় মেয়রকে উদ্দেশ করে একজন সেøাগান দিতে থাকেনÑ ‘আইভীর দুই গালে, জুতা মারো তালে তালে।’ তখন আইভী সেøাগান দাতার সামনে গিয়ে বলেন, ‘মার আমার গালে জুতা মার।’ মেয়র এ কথা বলার পর মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিব্রত হয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পদধারী অনেক নেতাকর্মী তাৎক্ষনিকভাবে মানববন্ধন থেকে আড়ালে যান। মেয়র আইভীর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেনÑ নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, শহর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
×