ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে স্বামীকে খুন করে তিন মাস লাশের ওপর গোসল

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ জুন ২০১৫

বাগেরহাটে স্বামীকে খুন করে তিন মাস লাশের ওপর গোসল

বাবুল সরদার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামীকে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে সেই লাশের ওপরেই একটানা তিন মাস গোসল করেছেন স্ত্রী ফাতেমা বেগম (৪০)। ঘটনার ৩ মাস পরে পুলিশ বৃহস্পতিবার ভোরে স্ত্রীর হাতে নিহত আলামীন শেখের (৫৫) লাশ মাটি খুঁড়ে উদ্ধার করেছে। পুলিশ স্বামীর ঘাতক ফাতেমা বেগমকে গ্রেফতার এবং হত্যাকা-ে ব্যবহৃত গুপ্তি উদ্ধার করেছে। পরকীয়ার টানে ফাতেমা বেগম ও তার প্রেমিক শাজাহান নৃশংস এ ঘটনা ঘটিয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মোবারক আকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ফাতেমা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাজাহান শেখসহ অজ্ঞাতনামা আরও দু’জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা অতিরিক্ত পুরিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানয়, দক্ষিণ কুমারিয়াজোলা গ্রামের মৃত আইউব আলী শেখের ছেলে ৪ সন্তানের পিতা আলামীন শেখ ঢাকায় রিক্সা চালাতেন। গত ১৬ মার্চ রাত ১০টার দিকে তিনি বাড়িতে আসেন। রাতে স্ত্রীর সঙ্গে একই খাটে ঘুমিয়ে পড়েন আলামীন। এরপর গভীররাতে ফাতেমা দরজা খুলে দিলে তার পরকীয়া প্রেমিক প্রতিবেশী মেরাজ উদ্দিনের ছেলে শাজাহান শেখ (৫২) ঘরে ঢোকে। প্রথমে আলামীনের মুখে বালিশ চেপে ধরে শাজাহান। পরে ফাতেমা ধারালো গুপ্তি বসিয়ে দেয় স্বামীর বুকে। এরপরে পরনের লুঙ্গিটি খুলে রেখে শুধু একটি গেঞ্জি পরিহিত অবস্থায় শাজাহানের মৃতদেহ ওই দু’জনে মিলে মাটি চাঁপা দেন ফাতেমার গোসলখানায়। গোসলখানার প্রায় দেড় ফুট মাটির নিচে চাপা দিয়ে ওপরে ইট বিছিয়ে যথারীতি গোসলখানা হিসেবে ব্যবহার করতে থাকেন ফাতেমা। স্বামীর ঘাতক ফাতেমা বেগম পুলিশের নিকট এ সব কথা স্বেচ্ছায় স্বীকার করেছেন বলে পুলিশ জানায়। তবে শাজাহান পলাতক রয়েছে। এদিকে নিহত আলামীন শেখের ছেলে মোহাম্মদ আলী তার পিতার নিখোঁজের খবর জানিয়ে কেরানীগঞ্জ থানায় গত ২ এপ্রিল একটি সাধারণ ডায়েরি করেছিলেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, আলামীন শেখকে ৩ মাস পূর্বে হত্যা করে বাড়ির মধ্যেই কোথাও লাশ গুম করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আলামীনের স্ত্রী ফাতেমা বেগম তার স্বামীকে হত্যার কথা স্বীকার করে এবং লাশ গুম করে রাখার স্থান দেখিয়ে দেয়।
×