ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে ছিটমহলের;###;জমিতে উড়ছে;###;লাল ঝা-া

বাদাম তুলতে পারছে না

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ জুন ২০১৫

বাদাম তুলতে পারছে না

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দেবীগঞ্জ উপজেলার বেহুলাডাঙ্গা ছিটমহলে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে ৩ কৃষকের প্রায় ৪ একর জমির ফসলী ক্ষেতে লাল ঝা-া উড়িয়ে দিয়েছে ছিমমহলের নাগরিক কমিটি। এতে করে ওই জমিতে লাগানো বাদাম তুলতে পারছে না কেউই। দু’চারদিনের মধ্যে বাদাম তুলতে না পারলে কয়েক লাখ টাকার বাদাম ক্ষেতেই নষ্ট হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বিচারের জন্য প্রশাসনসহ বিভিন্ন মহলে ঘুরে ফিরছেন। কিন্তু ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত না হওয়ায় প্রশাসনের কোন সহযোগিতা পাচ্ছেন না তারা। আর এই সুযোগটি নিয়েছে ছিটমহল নাগরিক কমিটির কতিপয় ব্যক্তি। তবে ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলছেন খুব শীঘ্র জমির মালিকানা সমস্যার সমাধান হয়ে যাবে। স্থানীয়রা জানায়, জেলার দেবীগঞ্জ উপজেলার বেহুলাডাঙ্গা ছিটমহলে বাসিন্দা মৃত মসলিম ম-লের ছেলে হাসমত আলী, তোজাম্মেল হক ও মৃত তছলিম উদ্দিনের ছেলে কামাল নিজেদের পিতার ক্রয় করা জমিতে প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছে। সম্প্রতি ছিটমহল চুক্তি বাস্তবায়ন হওয়ায় ওই ছিটমহলের মৃত রহিম উদ্দিনের ছেলে আহসান উল্লাহ চানু, ঈমান আলী ও হাবিবুর রহমান নামের ৩ জন ওই জমিগুলো তাদের বলে দাবি করে ছিটমহল নাগরিক কমিটির কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়ে নাগরিক কমিটি জমিগুলোতে লাল ঝা-া টানিয়ে দেয়।
×