ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঁচ হত্যা মামলা রাজবাড়ীতে অস্ত্রসহ তিন আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪, ১৯ জুন ২০১৫

পাঁচ হত্যা মামলা  রাজবাড়ীতে অস্ত্রসহ  তিন আসামি  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ১৮ জুন ॥ পাংশা উপজেলার সাদারচর এলাকা থেকে পাঁচ হত্যা মামলার তিন আসামিকে তৈরি একটি ওয়ানশূটারগান ও পাঁচ রাউন্ড গুলিসহ বুধবার গভীর রাতে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলোÑ জামাল শিকদার (৩২), বাবুল শেখ (৩০) এবং ইসমাইল মোল্লা (৩৫)। এদের বাড়ি পাংশা উপজেলার রামনগর সাদারচর এলাকায়। এরা সবাই চরমপন্থী সংগঠন লাল পতাকার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানান। পুলিশ জানান, ২০০৯ সালের ৩১ মে আকাই শেখ (৪৫) তার পুত্র লিটন শেখ (১৩) ভাতিজা সিদ্দিক (২২), সাকাজ (২৮) এবং হাফিজ (২০) নামে এরা সবাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চরজগন্নাথ পুর গ্রাম থেকে সাদারচর এলাকায় বিল্লাল এবং খালেকের বাড়িতে কামলার কাজ করতে আসে। কিন্তু গ্রেফতারকৃতরা চরমপন্থী দলের সদস্য হওয়ায় গোয়েন্দা অথবা পুলিশের সোর্স মনে করে ৫ জনকেই তারা অপহরণ করে পদ্মার চরে নিয়ে যায় এবং হত্যা করে বালু চাপা দেয়।
×